National

দিঘির শহরে পুজোয় এবার জলে নেমে নাচ

স্টেজে নাচ তো প্রায় সকলেই দেখেছেন। কিন্তু জলে সাঁতার কাটতে কাটতে নাচ কতজন দেখেছেন! এবার সেটাই দিঘির শহরের অন্যতম পুজো আকর্ষণ।

Published by
News Desk

উৎসব মানে আনন্দ। উৎসব মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠা। গান, কবিতা, নাচ, নাটক, শ্রুতিনাটক, গল্প যে যেটা পারেন সেটাই উৎসবে তাঁরা তুলে ধরেন সকলের সামনে। মনের আনন্দ বাড়তি উৎসাহ যোগায়।

তাই উৎসবের আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতিও। যেমন দিঘির শহরে এবার অন্যতম আকর্ষণ জলে নাচ। আদি সংস্কৃতির হাত ধরে গরবা নাচ হবে। এতদিন সকলে তা ডাঙাতেই দেখেছেন। তা যে জলেও হতে পারে এবার তা প্রত্যক্ষ করলেন দর্শকরা।

রাজস্থানের দিঘির শহর উদয়পুর। জলই যেখানকার পরিচয়। সেই শহর সেজে উঠেছে নবরাত্রি উদযাপনে। আর রাজস্থানে এবার নবরাত্রি উপলক্ষে গরবা নাচের আয়োজন হয়েছে এখানকার একটি স্কুলের সুইমিং পুলে।

যদিও গরবা আসলে একটি গুজরাটি নাচ। সংস্কৃত শব্দ গর্ভ থেকে গরবা শব্দের উৎপত্তি। যা নবরাত্রিতেই প্রধানত নাচা হত গুজরাটে। এখন রাজস্থানেও তা অত্যন্ত জনপ্রিয়।

সেই গরবা নাচ নবরাত্রি উপলক্ষে এবার জলে নাচবেন একটি নৃত্যগোষ্ঠীর শিল্পীরা। যা ইতিমধ্যেই তাঁরা সামনে এনেছেন। জলের মধ্যে সকলের মধ্যে সুন্দর ছন্দ ধরে রেখে তাঁরা গরবার নৃত্য কৌশল সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যা ইতিমধ্যেই সোশ্যাল সাইটের দৌলতে ছড়িয়ে পড়েছে।

এবার উদয়পুরে তাঁদের এই জলে গরবা রীতিমত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসে ঠেকেছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি উদযাপন। এই ৯ দিনে দুর্গার ৯টি রূপের পুজো হয়। অন্তে অসুরকে বিনাশ করেন দেবীদুর্গা।

Share
Published by
News Desk