National

পাহাড়ি ধস নয়, এবার ভেঙে পড়ল আস্ত পাহাড়

পাহাড়ে ধস নামা নতুন নয়। বর্ষার সময় তো অনেক জায়গায় পাহাড় থেকে ধস নামে। কিন্তু এবার আস্ত একটা পাহাড়ই নেমে এল নিচে।

Published by
News Desk

পাহাড়ি ধসে রাস্তা আটকে যাওয়া, অনেক সময় ধসে হতাহতের ঘটনার খবর সামনে আসে। কিন্তু আস্ত একটা পাহাড় ধসে যাওয়া সচরাচর দেখা যায়না। এবার সেটাই হল।

উত্তরাখণ্ডের নাজাং তাম্বা গ্রামের আশপাশটা পাহাড় আর সবুজে ভরা। হিমালয়ের অপার সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়। এখান দিয়েই আদি কৈলাস মানসসরোবর যাত্রা করেন পুণ্যার্থীরা। সেখানেই আচমকা একটি আস্ত পাহাড়ই ধসে গেল।

গত শুক্রবার বিকেলের দিকে এই ধস নামে। যার জেরে ৪০ জন পুণ্যার্থী সহ গ্রামবাসীরা আটকে পড়েছেন। তবে তাঁদের রাস্তা আটকে গেলেও তাঁরা সকলেই সুস্থ আছেন।

এদিকে এমন ধস দেখে স্থানীয়রাই আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ পাহাড় থেকে পাথর নেমে আসা, ধস নামা তাঁরা দেখেছেন। কিন্তু একটা আস্ত পাহাড় যে ধসে নেমে আসতে পারে তা দেখে আতঙ্কিত তাঁরা।

বর্ষায় পাহাড়ের মাটি আলগা হয়ে এভাবে গোটা পাহাড়টা নেমে আসে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এখন অনেকের প্রশ্ন তাহলে তার আশপাশের পাহাড়গুলোও কি একই অবস্থায়? এমনটা সেগুলোর ক্ষেত্রেও ঘটতে পারে?

এই ধসের জেরে বন্ধ হয়ে গেছে হৃষীকেশ গঙ্গোত্রী জাতীয় সড়ক। এছাড়াও আশপাশের প্রায় সব গাড়ি যাতায়াতের রাস্তাই বন্ধ। সর্বত্র পড়ে আছে ভাঙা পাহাড়ের ধ্বংসস্তূপ। যা সরানোর কাজ শুরু হলেও মাঝে মাঝেই বৃষ্টি কাজে বাধার সৃষ্টি করছে। বৃষ্টি এতটাই হচ্ছে যে দেরাদুন শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Share
Published by
News Desk