National

সন্তানকে বাঁচাতে বাঘের সঙ্গে খালি হাতে মরণপণ লড়লেন মা

মা তাঁর সন্তানের জন্য কি করতে পারেন তার প্রমাণ ফের মিলল। এক মা সন্তানকে বাঘের হাত থেকে রক্ষা করতে বাঘের সঙ্গে খালি হাতে লড়লেন।

Published by
News Desk

তখন রাত। ১৫ মাসের শিশুটি ঘরে থাকতে না পারায় তাকে শান্ত করতে তাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়েছিলেন মা। ঘরের বাইরে সামনেই ক্ষেত। সেখানে যে মূর্তিমান বিভীষিকার মত বাঘটি লুকিয়ে আছে তা ওই ২৫ বছরের তরুণী টেরও পাননি।‌

তিনি সন্তানকে শান্ত করতে করতে ক্ষেতের দিকে এগিয়ে যান। আর তখন শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। শিশুটিকে কামড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বাঘের মুখে নিজের সন্তানকে ঝুলতে দেখে আর স্থির থাকতে পারেননি মা। ঝাঁপিয়ে পড়েন বাঘের ওপর। যাতে সে শিশুটিকে নিয়ে পালাতে না পারে। বাঘের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়।

বাঘ থাবা চালিয়ে ওই তরুণীকে হটানোর চেষ্টা করে। কিন্তু তরুণী আঘাত পেয়েও কিছুতেই বাঘটিকে যেতে দেননি। এদিকে তরুণীর চিৎকার শুনে গ্রামের লোকজন সেখানে হাজির হন।

এত লোক দেখে অবশেষে শিশুটিকে মুখ থেকে ফেলে দেয় বাঘটি। তরুণীও তাকে ছেড়ে দেন। বাঘ ছুট লাগায় জঙ্গলের দিকে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র অভয়ারণ্যের কাছে। মনে করা হচ্ছে অভয়ারণ্য থেকেই কোনওভাবে বেরিয়ে বাঘটি লোকালয়ে চলে এসেছিল।

এদিকে ২৫ বছরের অর্চনা চৌধুরি ও তাঁর সন্তান, ২ জনকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মা অর্চনার বুকে গভীর ক্ষত রয়েছে। এছাড়া দেহের অনেক জায়গায় থাবার আঘাতে ক্ষত রয়েছে। শিশুটিরও কোমরের কাছে ক্ষত রয়েছে। ২ জনই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।

Share
Published by
News Desk