National

রাতে মেয়েরা বার হবে না কেন? ছেলেরা নিজেদের সংযত করুক, বর্ণিকার পাল্টা জবাব

Published by
News Desk

চণ্ডীগড়ে আইএএস আধিকারিকের মেয়ে বর্ণিকা কুণ্ডুকে গভীর রাতে বাড়ি ফেরার পথে পিছু ধাওয়া করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে যখন দেশে হৈচৈ শুরু হয়েছে, তখনই হরিয়ানার রাজ্য বিজেপির সহ-সভাপতি রামবীর ভাট্টি উপদেশের সুরে জানান, মেয়েরা এত রাতে বাড়ি থেকে বার হন কেন? বাবা-মায়ের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও জানান তিনি।

বিজেপি নেতার সেই বক্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন পেশায় ডিজে বর্ণিকা কুণ্ডু। তাঁর পাল্টা জবাব, মেয়েরাই বা কেন রাতে বাইরে বার হতে পারবেনা? কেন ছেলেরা নিজেদের শুধরে নেয়না? ছেলেরা বাবা-মায়ের গাইডেন্সে ঠিকমত বড় হলে তো সমস্যা হতনা। কেন তারা নিজেদের সংযত করতে পারেনা? এভাবে চললে দেশে মেয়েরা কোনও দিনই সুরক্ষিত হতে পারবেননা।

Share
Published by
News Desk