National

রাজ্যে ফিরেও ঘরে ফেরা হলনা, বিজেপির ধরাছোঁয়ার বাইরে কংগ্রেসের ৪৪ বিধায়ক

Published by
News Desk

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলাকে নিয়ে ৬ জন কংগ্রেস বিধায়ক দল থেকে পদত্যাগ করেছেন। ৩ জন বিজেপিতে যোগও দিয়ে দিয়েছেন। এই অবস্থায় কংগ্রেসের ঘর ভাঙা রুখতে রাতারাতি গুজরাটের ৪৪ জন কংগ্রেস বিধায়ককে বেঙ্গালুরুতে পাঠিয়ে দিয়েছিল কংগ্রেস। নিরাপদ আশ্রয়ে রেখে বিজেপির থাবা থেকে মুক্ত রাখার চেষ্টা করে তারা। সেখানেও বিপত্তি। যে কংগ্রেস নেতার তত্ত্বাবধানে সেখানে একটি রিসর্টে কংগ্রেস বিধায়কেরা ছিলেন সেই কংগ্রেস নেতা শিবকুমারের বাড়ি তল্লাশি করে কোটি কোটি টাকার হদিস পেয়েছে আয়কর দফতর।

এদিকে আগামী মঙ্গলবার গুজরাটে রাজ্যসভার নির্বাচন। সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দলীয় বিধায়কদের ফিরিয়ে আনল কংগ্রেস। আমেদাবাদে এনে তাঁদের অবশ্য বাড়ি যেতে দেওয়ার ঝুঁকিটুকুও নিতে চায়নি কংগ্রেস। রাখা হয়েছে একটি রিসর্টে। বিজেপির ধরাছোঁয়ার বাইরে। এখন এঁরা কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেলকে ভোট দেন, নাকি সেখানেও ক্রস ভোটিংয়ের সর্বনাশ অপেক্ষা করে আছে, আপাতত সেদিকেই চেয়ে কংগ্রেস হাইকমান্ড।

Share
Published by
News Desk