National

পরস্ত্রীর সঙ্গে একান্তে নেতা, হাতেনাতে ধরে চটি দিয়ে পেটালেন স্ত্রী ও শাশুড়ি

পরস্ত্রীর সঙ্গে একান্তে থাকা এক রাজনৈতিক নেতাকে হাতেনাতে পাকড়াও করলেন তাঁর স্ত্রী ও শাশুড়ি। তারপর ২ জনকেই চটি দিয়ে পেটালেন তাঁরা।

Published by
News Desk

সন্দেহটা ছিলই। এবার হাতেনাতে ২ জনকে পাকড়াও করলেন। বেশ কিছুদিন ধরেই ওই নেতার সঙ্গে এক ব্যবসায়ীর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁরা একান্তে বিভিন্ন সময়ে বাড়িতে কাউকে কিছু জানতে না দিয়ে লুকিয়ে চুরিয়ে মিলিতও হচ্ছিলেন।

খরবটা ওই বিজেপি নেতার স্ত্রী এবং ওই মহিলার স্বামী জানতে পেরে যান। কার্যত ২ জনকে একান্তে থাকা অবস্থায় পাকড়াও করতে ওই নেতার স্ত্রী এবং মহিলার স্বামী একসঙ্গে হানা দেন।

এদিকে তখন গাড়ির মধ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন ওই নেতা এবং ওই ব্যবসায়ীর স্ত্রী। পুরো ঘটনা যাতে কেউ অস্বীকার করতে না পারেন সেজন্য পুরো ঘটনা ভিডিও করতে শুরু করেন নেতার স্ত্রী।

গাড়িতে ২ জনকে একান্তে পেয়ে ওই নেতার স্ত্রী এবং শাশুড়ি গাড়ির দরজা খুলে চটি দিয়ে ২ জনকেই মারতে শুরু করেন। পরস্ত্রীর সঙ্গে এই ঘনিষ্ঠতার সাজা হিসাবে চলতে থাকে চটি পেটা।

এদিকে হাত লাগান ওই ব্যবসায়ীও। যাঁর স্ত্রী ওই নেতার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। পুরো ঘটনা প্রকাশ্যেই ঘটে। ফলে অনেকেই বিষয়টি জানতে পারেন।

কানপুরের জুহি পুলিশ স্টেশনের আওতায় ঘটনাটি ঘটে। মোহিত সোনকার নামে ওই বিজেপি নেতা বুন্দেলখণ্ড এলাকায় বিজেপির সম্পাদক পদে রয়েছেন। তাঁর স্ত্রী মণি সোনকার স্বামী ও স্বামীর বান্ধবীকে চটি পেটা করার পর পুলিশের কাছে স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে নালিশও করেন। দলের নেতার এমন কীর্তিতে বিজেপি কিছুটা অস্বস্তিতে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk