National

বাবার লালসার শিকার ২ মেয়ে

Published by
News Desk

চমকে দেওয়ার মত ঘটনা। উত্তরপ্রদেশের একটি গ্রামে নিজের ২ মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করল তাদের বাবা। বাইরের কেউ নয়, স্বয়ং বাবার হাতেই ধর্ষিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে যায় ২ নাবালিকার। সাহসে ভর করে ২ বোন সবকিছু খুলে বলে তাদের ঠাকুরদাকে। নাতনিদের মুখে ছেলের এই জঘন্য কাণ্ডের কথা শুনে আর সময় নষ্ট করেননি বৃদ্ধ ঠাকুরদা। স্থানীয় থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

পরে পুলিশ জানায়, ওই ব্যক্তি বিগত আড়াই বছর ধরে তার ২ মেয়েকে ধর্ষণ করে চলেছে। প্রথমে শুরু করেছিল ১৪ বছর বয়সী ছোট মেয়েকে দিয়ে। পরে তার লালসার শিকার হয় ১৭ বছর বয়সী বড় মেয়েও। পুলিশ ২ নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে।

Share
Published by
News Desk