National

এক তরুণীর ফোনে সহযাত্রীদের উঁকি, উড়তে গিয়েও থমকে গেল অন্য বিমান

এক তরুণী ফোনে কি মেসেজ পাঠাচ্ছেন তা পাশে থাকা যাত্রীর নজরে পড়ে যায়। আর তাতেই একটি বিমান উড়তে গিয়েও থমকে গেল ৬ ঘণ্টার জন্য।

Published by
News Desk

এই পুরো ঘটনায় যোগসূত্রে কেবল ফোনের মেসেজ। তবে যা ঘটেছে তা টানটান সিনেমার মত। ২৩ বছরের এক যুবক মেঙ্গালুরু বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার জন্য বিমানে ওঠেন। বিমানে তিনি নিজের সিটে বসেও যান। বিমানটি ওড়া তখন সময়ের অপেক্ষা।

এদিকে ঠিক সেই সময় তাঁর প্রেমিকা বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান ধরার জন্য অপেক্ষায় ছিলেন। যাত্রীরা অনেকেই তাঁর সঙ্গে পাশাপাশি সিটে বসে অপেক্ষায় ছিলেন নিজের নিজের গন্তব্যের বিমান ধরার জন্য।

সেই সময় ২৩ বছরের ওই তরুণীকে একটি মেসেজ পাঠাতে দেখেন তাঁর পাশে বসা এক যাত্রী। মেসেজে ইংরাজিতে লেখা ছিল তুমি একজন বোমারু। যা দেখার পর আর সময় নষ্ট না করে আসন্ন বিপদের আশঙ্কা করে ওই যাত্রী ছুটে যান বিমানবন্দরের কর্মীদের কাছে।

বিমানবন্দরের কর্মীরা দ্রুত ওই তরুণীকে আটক করেন। তারপর তাঁর কাছ থেকে মেসেজ কাকে পাঠানো হয়েছে দেখে মেঙ্গালুরু থেকে মুম্বইগামী বিমানটিকে ওড়ার আগের মুহুর্তে থামিয়ে দেন। সব যাত্রীকে নামিয়ে আনা হয়। বিমানটিকে তন্নতন্ন করে খুঁজে ফেলা হয়।

ঘটনাটি ঘটে গত রবিবার। স্বাধীনতা দিবস উপলক্ষে সব বিমানবন্দরেই বাড়তি নিরাপত্তা বন্দোবস্ত ছিল। তাই কোনও ঝুঁকি নিতে চায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

৬ ঘণ্টা পর বোমা নেই নিশ্চিত হয়ে মুম্বইগামী বিমানটি যাত্রীদের নিয়ে যাত্রা করে। তবে দীপায়ন মাজি নামে ওই তরুণ ও সিমরন থাম নামে ওই তরুণীকে আটক করে পুলিশ।

ওই তরুণী জানিয়েছেন নিছক মজা করেই বয়ফ্রেন্ড দীপায়নকে তিনি ওই মেসেজ পাঠিয়েছিলেন। পুলিশ তাঁদের ২ জনের সম্বন্ধেই খোঁজ নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share