National

বন্দুক দিয়ে কেক কেটে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ উদযাপন করল তরুণ

প্রেমিকার সঙ্গে তার ব্রেক আপ বা বিচ্ছেদ হয়ে গেছে। যা তাকে কষ্ট দিয়েছে। আর তা প্রকাশ করতে এক ভয়ংকর পথে হল উদযাপন।

Published by
News Desk

প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। ব্রেক আপ হয়ে গেছে। তাতে তার মনও খারাপ হয়েছে। প্রেমিকার সঙ্গে এই ব্রেক আপের অবসাদ প্রকাশ যে এমনও হতে পারে তা বোধহয় কারও ধারনা ছিলনা।

এক তরুণকে দেখা গেছে কার্যত একটি পার্টি করতে। তাও আবার বন্ধুদের নিয়ে। তবে তা ভয়ংকর চেহারায়। কারণ প্রতিটি তরুণের হাতেই ছিল বন্দুক। আর সেই বন্দুক তারা হাতে ধরে ছবিও তোলে।

এরপর আসে কেক। যাতে প্রেমিকার সঙ্গে ব্রেক আপের কথা লেখা ছিল। সেই কেক ছুরি দিয়ে নয় বন্দুক দিয়ে ২ ভাগ করে দেওয়া হয়।

উল্লাসে মেতে ওঠে সকলে। একে অপরকে কেক খাওয়ানো শুরু হয়। আর এই দৃশ্য শুধু সাধারণ ক্যামেরায় নয়, ধরে রাখা হয় ড্রোন ক্যামেরায়। সেই বন্দোবস্তও করা হয়েছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে। যা নজর কেড়েছে পুলিশেরও। ওই বন্দুক কি আসল? তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি বিহারের সমস্তিপুরের। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

এভাবে প্রকাশ্যে বন্দুক হাতে ছবি তুলে কেক কাটা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করছেন।

তরুণ বয়সের প্রেম অনেক সময়ই ছোট ছোট ঝগড়ার মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। তার জন্য এমন একটা পার্টি! অনেকেই অবাক হয়ে গেছেন কাণ্ড দেখে।

Share
Published by
News Desk