National

বিয়ে করলেই বরকনেকে উপহার দেওয়া হবে কন্ডোমের প্যাকেট

বিয়ে করলেই মিলবে সরকারি উপহার। যা সরকারের তরফ থেকেই পৌঁছে দেওয়া হবে নবদম্পতির হাতে। উপহারের সঙ্গে থাকবে কন্ডোমের প্যাকেটও।

Published by
News Desk

বিয়ের পর সরকারের তরফে দেওয়া হবে উপহার। প্রতিটি নবদম্পতিকেই সেই উপহার দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে তা নবদম্পতির হাতে তুলে দেবেন আশা কর্মীরা। সুদৃশ্য বাক্সে মোড়া থাকবে উপহার। যে উপহার বাক্সের নাম দেওয়া হয়েছে ‘নবদম্পতি’।

এই উপহার সামগ্রি অবশ্য একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশি রাজ্যের সরকার। যার মুখ্য উদ্দেশ্য রাজ্যে পরিবার পরিকল্পনায় জোর দেওয়া এবং মানুষকে এই পরিবার পরিকল্পনা সম্বন্ধে অবহিত করা।

কী থাকছে নবদম্পতি বাক্সে? বাক্সের মধ্যে থাকছে ২টি তোয়ালে, ১টি আয়না, ১টি নেল কাটার, ১টি চিরুনি, কয়েকটি রুমাল, ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম। এছাড়া থাকছে কন্ডোমের প্যাকেট এবং গর্ভ নিরোধক ট্যাবলেটের পাতা।

এছাড়া নবদম্পতির হাতে তুলে দেওয়া হবে বেশ কিছু লিফলেট। যাতে সুরক্ষিত দৈহিক সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে জানানো থাকবে। যা তাঁদের স্বাভাবিক বৈবাহিক জীবনের দৈহিক মিলনকে স্বাস্থ্যসম্মত করে তুলবে।

তাছাড়া তাঁদের ওই লিফলেটে জানানো হবে কীভাবে স্বাভাবিক শারীরিক সম্পর্ক ধরে রেখেও সন্তানধারণ নিয়ন্ত্রিত করা যায়। ২ সন্তানের মধ্যে বছরের ফারাক কতটা হওয়া উচিত এবং তা কীভাবে সম্ভব তাও বিস্তারিতভাবে জানানো থাকবে।

আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প চালু করছে ওড়িশা সরকার। ওড়িশার শহর থেকে গ্রাম সর্বত্র এই বিশেষ প্রকল্প চালু হবে সেপ্টেম্বর থেকে। যার সাফল্যের দিকে নজর রাখবে ওড়িশার স্বাস্থ্য দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk