National

কংগ্রেস নেতার বাড়িতে আয়কর হানা, গুজরাট যোগ দেখছে কংগ্রেস

Published by
News Desk

গুজরাটের ৪২ কংগ্রেস বিধায়ককে বিজেপি থেকে দূরে রাখতে তাঁদের রাতারাতি কর্ণাটকে ‘পাচার’ করেছিল কংগ্রেস। রাজ্যসভা ভোটের আগে তাঁদের গুজরাটমুখো হতে বারণ করা হয়েছিল। কর্ণাটকে তাঁরা আশ্রয় পেয়েছিলেন সে রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমারের বাড়িতে। বুধবার সেই শিবকুমারের বাড়ি সহ ৩৯টি ঠিকানায় একযোগে হানা দিল আয়কর দফতর।

মন্ত্রীর দিল্লির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকাও উদ্ধার করেছেন আয়কর আধিকারিকরা। এই ঘটনায় বিজেপির রাজনৈতিক চক্রান্ত দেখছে কংগ্রেস। এদিন সংসদে কংগ্রেস তা নিয়ে সোচ্চারও হয়। গুজরাটে রাজ্যসভা নির্বাচনের আগে বিজেপি পরিকল্পিতভাবে আয়কর হানা করিয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদরা। এ নিয়ে ওয়েলে নেমে হৈচৈও জুড়ে দেন তাঁরা।

যদিও কেন্দ্রের তরফে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন এই ঘটনার সঙ্গে গুজরাটে রাজ্যসভার নির্বাচনকে যুক্ত করা ঠিক নয়। এটা দুর্নীতির অভিযোগ। আয়কর দফতরও জানিয়েছে, মন্ত্রী শিবকুমারকে আগেও ঘুষ নেওয়ার অভিযোগে তলব করা হয়েছিল।

Share
Published by
News Desk