দিদিমণির চেয়ার পাতা পথ, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @payal_mohindra
একটি প্রাথমিক স্কুলের ঢোকার জায়গা থেকে শুরু করে অনেকটা অংশ প্রবল বৃষ্টির জেরে জলে ভরে গিয়েছিল। যেমন বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় ঠিক তেমনই। সেই জলে ছোট ছোট ছাত্রদের যাতে পা না দিতে হয় সেদিকে সচেষ্ট থাকার কথা স্কুলের শিক্ষিকাদের। কিন্তু ঘটে ঠিক উল্টোটা।
দেখা যায় ক্ষুদে পড়ুয়ারাই বরং ওই জলেই পা দিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষিকাকে পার করাবে বলে। জল যাতে শিক্ষিকার পা না ছোঁয় তার জন্য বিশেষ ব্যবস্থাও হয়।
নিয়ে আসা হয় অনেকগুলি প্লাস্টিকের চেয়ার। তারপর যে অংশ জলে ভরা সেখানে জলরে ওপর সারি দিয়ে রাখা হয় চেয়ারগুলিকে।
শিক্ষিকা স্কুলের বাইরের শুকনো অংশ থেকে ওই চেয়ারে উঠে পড়েন। তারপর একটা চেয়ার থেকে অন্য চেয়ারে পা দিয়ে এগোতে থাকেন।
নিচে তখন জল থইথই করছে। আর সেই জলে পা ডুবিয়ে শিক্ষিকার চেয়ার সামলাচ্ছে পড়ুয়ারা। যাতে শিক্ষিকা পড়ে না যান।
শিক্ষিকার মুখ থেকে ওড়নায় মোড়া। চোখে কালো চশমা। তাঁকে টাল সামলাতে পড়ুয়াদের কাঁধে ভর দিতেও দেখা যায়। যে পড়ুয়া তখন তাঁকে জল থেকে বাঁচাবে বলে নিজে চেয়ার ধরে জলের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। ওই শিক্ষিকাকে দ্রুত সাসপেন্ড করে শিক্ষা দফতর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা জেলায়।