National

বিখ্যাত রেস্তোরাঁ থেকে ভাসতে ভাসতে রাস্তায় বেরিয়ে এল বিরিয়ানির হাঁড়ি

একটি রেস্তোরাঁ থেকে বিরিয়ানির হাঁড়ি ভাসতে ভাসতে রাস্তা দিয়ে চলে গেল। যে দৃশ্য দেখে প্রবল বৃষ্টির মধ্যেও চক্ষু চড়কগাছ সকলের।

Published by
News Desk

প্রবল বৃষ্টির জেরে শহরের চেহারা গেছে বদলে। অনেক জায়গা জলের তলায় চলে গেছে। বানভাসি অনেক রাস্তা। এমনই একটি রাস্তার ওপর একটি রেস্তোরাঁ রয়েছে। যেখানকার বিরিয়ানির প্রসিদ্ধি গোটা শহরে রয়েছে।

অনেকে দূর দূর থেকে আসেন এখানে বিরিয়ানি খেতে। হাঁড়িতে যেভাবে বিরিয়ানি রাখা হয় সেভাবেই রেস্তোরাঁয় বিরিয়ানি রাখা থাকে। বানভাসি রাস্তার জল সেই রেস্তোরাঁতেও ঢুকে রেস্তোরাঁ রাস্তা সব একাকার করে দিয়েছিল।

তার মধ্যেই চলছে অঝোরে বৃষ্টি। জল বেড়েই চলেছে। এর মধ্যেই সকলকে অবাক করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এল ২টি বিরিয়ানির হাঁড়ি। একটা অপরটার ওপর চাপানো।

কেউ হাতে করে বাইরে বার করেননি। হাঁড়ি ২টি নিজেই বেরিয়ে এসেছে। জলে ভাসতে ভাসতে বিরিয়ানির হাঁড়ি রেস্তোরাঁ থেকে বার হয়ে যায় রাস্তায়।

তারপর রাস্তায় ভাসতে ভাসতে জলের ওপর দিয়ে এগিয়ে যেতে থাকে। যা দেখে আশপাশের লোকজনের চোখ যায় থমকে। অনেকেই মোবাইলে সেই ছবি ক্যামেরাবন্দি করেন।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। রবিবার হায়দরাবাদে প্রবল বৃষ্টি অনেক রাস্তাকে কোমর জলে ডুবিয়ে দেয়। বাড়ির একতলায় জল ঢোকে। রাস্তা, বাড়ির একতলার মত রাস্তার ধারের রেস্তোরাঁও একাকার হয়ে যায় বানভাসি পরিস্থিতিতে।

শহরের আদিবা হোটেল থেকে সেই সময় ২টি বিরিয়ানির হাঁড়ি জলে ভেসে বেরিয়ে আসে রাস্তায়। ভাসমান বিরিয়ানি দেখে যাঁরা বিরিয়ানি পছন্দ করেন তাঁরা বড়ই দুঃখ পেয়েছেন। তবে এভাবে বিরিয়ানির ভেসে যাওয়া নিয়ে হাসাহাসিও কম হচ্ছে না ইন্টারনেটে।

Share
Published by
News Desk