Categories: National

বিমানে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার বিজেপি নেতা

Published by
News Desk

বিমানে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে গুজরাটের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। অশোক মাকওয়ানা নামে গান্ধীনগরের ওই নেতা গত ২৯ মে বিমানে গোয়া থেকে আমেদাবাদ আসছিলেন। কিশোরীর অভিভাবকদের অভিযোগ বিমানে  তাদের ১৩ বছরের মেয়ের পাশের সিটে যে ব্যক্তি বসেছিল সে যাত্রাপথে তাদের মেয়ের শ্লীলতাহানি করে। মেয়ে বাড়ি ফিরে তাদের সব খুলে বলার পর পুলিশের কাছে ওই অচেনা ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা। এদিকে অভিযোগ পেয়ে পুলিশ বিমান সংস্থার কাছ থেকে ওই বিমানের যাত্রী তালিকা ও কে কোন সিটে বসেছিলেন তা চেয়ে পাঠায়। সেই তালিকায় মেয়েটির পাশের সিটে অশোক মাকওয়ানার নাম পাওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ঘটনা সামনে আসার পরই মুখ বাঁচাতে তড়িঘড়ি অশোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজ্য বিজেপি। অশোক মাকওয়ানার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়েছেন গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক কে সি প্যাটেল।

Share
Published by
News Desk