National

১ বছর আগে হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া বৃদ্ধের এখনও খোঁজ পেল না পরিবার

১ বছর কেটে গেছে। হাসপাতাল থেকে বেপাত্তা হয়ে যান তিনি। এখনও তাঁর পরিবার পথ চেয়ে বসে আছে, কবে ফিরবেন পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষটি।

Published by
News Desk

হাসপাতালের গাফিলতি না থাকলে এমনটা হতে পারেনা। এমনটাই মনে করে পরিবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যকে তাদের কাছে ফিরে পেতে। অন্তত তিনি কেমন আছে তার একটা খোঁজ চাইছে পরিবার।

সরকারের তরফে বিষয়টিতে কার্যত হাসপাতালের গাফিলতি মেনে নিয়ে পরিবারকে ক্ষতিপূরণও দিতে চাওয়া হয়েছিল। কিন্তু তা নিতে রাজি নয় পরিবার। তাদের পরিবারের ওই ৮২ বছরের বৃদ্ধ সদস্যের খবর পেতে চায় তারা।

১ বছর আগে যখন দ্বিতীয় ঢেউ দেশে ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে তখন উত্তরপ্রদেশের একটি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। সেখান থেকে আচমকাই তিনি একদিন হারিয়ে যান।

পরিবারের তরফে যোগাযোগ করা হলেও হাসপাতাল থেকে ওই বৃদ্ধের হদিশ মেলেনি। এরপর বিভিন্ন সময়ে হাসপাতালে যোগাযোগ করে বা অন্যত্র খোঁজ করেও ওই বৃদ্ধের আর খোঁজ পাওয়া যায়নি। এভাবে তো একজন উবে যেতে পারেননা। বিষয়টি নিয়ে রহস্য ঘনীভূত হয়।

১ বছর কেটে গেলেও বৃদ্ধের এখনও কোনও খোঁজ নেই। উত্তরপ্রদেশ সরকার ওই পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চেয়ে যোগাযোগ করলেও পরিবার তা নিতে অস্বীকার করে।

সুপ্রিম কোর্টে বাবার খোঁজ চেয়ে আবেদন করেন বৃদ্ধের ছেলে। সুপ্রিম কোর্ট এই ঘটনায় উত্তরপ্রদেশর সরকারকে ২ মাস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে শীর্ষ আদালতের কাছে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে যোগী সরকারকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk