National

ব্রিজ থেকে উড়ে গিয়ে নদীতে পড়ল গাড়ি, খোঁজ মিলল ১০ ঘণ্টা পর

একটা আস্ত এসইউভি গাড়ি নদীতে যে কোথায় হারিয়ে গেল তার কোনও খোঁজ মিলছিল না। ১০ ঘণ্টার ওপর তন্নতন্ন করে খোঁজার পর নদীতে পাওয়া গেল গাড়ি।

Published by
News Desk

নৌসেনা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, দমকল, আপৎকালীন পরিস্থিতির জন্য নিয়োজিত বিশেষ পুলিশবাহিনী, সবাই খুঁজেও নদীর জলে হারিয়ে যাওয়া এসইউভি-র খোঁজ পাচ্ছিল না। রাত ১টা নাগাদ গাড়িটি আরোহীদের নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। সেখানেই গতি বাড়িয়ে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল সেটি।

গতির কারণেই হয়তো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তা ছেড়ে সেটি গিয়ে সোজা ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে। তারপর রেলিং ভেঙে কার্যত উড়ে গিয়ে পড়ে নিচে বয়ে যাওয়া নদীতে।

বর্ষায় নদীর জল এখন ফুঁসছে। সেখানে পড়ার পর নিমেষে সেটি জলে হারিয়ে যায়। দ্রুত খোঁজ শুরু হলেও রাতের অন্ধকারে নদীতে উদ্ধারকাজ ব্যাহত হয়। মাঝে কিছুক্ষণ বন্ধও থাকে উদ্ধারকাজ।

ভোর থেকে তল্লাশি আরও গতি পায়। জলে বার্জও নামানো হয়। নামে ডুবুরি। তার পরেও খোঁজ মিলছিল না গাড়ির। অবশেষে বেলা সাড়ে ১১টা নাগাদ গাড়িটির খোঁজ মেলে জলের তলায়। ডুবুরিরা সেটি দেখতে পান। তারপর সেটিকে তুলে আনা হয় ওপরে। গাড়ির দরজা কেটে ৪ জনের দেহ গাড়ি থেকে বার করা হয়। ৩ জন একই পরিবারের সদস্য। অন্যজন তাঁদের বন্ধু।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ গোয়ার কোরটালিম গ্রামের কাছে জুয়ারি নদীর ওপর ব্রিজে। সাধারণত সমুদ্রে হারিয়ে গেলে একটা কথা ছিল। সেখানে কোথায় গেল তার খোঁজ মেলা মুশকিল। কিন্তু নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী উদ্ধারে নামিয়েও একটা নদী থেকে আস্ত গাড়ি পেতে রীতিমত হিমসিম খেতে হল সকলকে। ডুবুরিরাও দীর্ঘ সময় জলের তলায় খোঁজ চালিয়ে তবে গাড়িটিকে দেখতে পান।

Share
Published by
News Desk