National

আস্থাভোটে নীতীশের সহজ জয়, ফল ১৩১-১০৮

Published by
News Desk

লালুর হাত ছেড়ে পুরনো সাথী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিহারের মসনদে ষষ্ঠবারের জন্য বসেছেন নীতীশ কুমার। এই অবস্থায় বিধানসভায় আস্থা ভোটে নিজেকে প্রমাণ করাটা ছিল নেহাতই নিয়মরক্ষা। তবে সাংবিধানিক রীতি মেনে সেই আস্থাভোট সম্পূর্ণ হল এদিন।

নীতীশ-বিজেপি জোট পেল ১৩১টি ভোট। অন্যদিকে লালুপ্রসাদ যাদবের আরজেডি-কংগ্রেস জোট পেল ১০৮টি ভোট। ২৪৩ আসনের বিধানসভায় সরকার নিশ্চিত করতে দরকার ছিল ১২২টি ভোট। তার চেয়ে ৯টি ভোট বেশি থাকায় বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে নীতীশের ষষ্ঠ ইনিংস নিয়ে আর কোনও জটিলতা রইল না।

Share
Published by
News Desk