National

মোটা টাকা চেয়ে অভিনব বুলেট সাঁটা চিঠি এল বিখ্যাত স্বর্ণব্যবসায়ীর কাছে

মোটা টাকা চেয়ে ব্যবসায়ীদের চিঠি দেওয়ার ঘটনা নতুন নয়। তবে যেটা নতুন তা পুলিশকেও হতবাক করে দিয়েছে। চিঠির সঙ্গে এসেছে একটি বুলেট!

Published by
News Desk

ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা চাওয়ার ঘটনা এ দেশে নতুন নয়। এমন ঘটনা এর আগেও দেখা গেছে। ব্যবসায়ীকে অপহরণ করে পণবন্দি করা, চিঠি দিয়ে টাকা চাওয়া, অফিসে ঢুকে হুমকি দেওয়া এসব ঘটনা যে ঘটে তা সকলের জানা।

তবে এবার এমন এক ভয় দেখানো চিঠি এল এক স্বর্ণব্যবসায়ীর হাতে যা কিছুটা চমক দিয়েছে। চিঠিতে তাঁর কাছে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছে। আর সেই চিঠির উপরে একটা কোণায় একটি বুলেটও পাঠানো হয়েছে। লেখা আছে টাকা না দিলে ওই বুলেট ব্যবহার করা হবে।

এভাবে হুমকি চিঠি পুলিশের কাছেও কিছুটা নতুন। চিঠিটি ওই স্বর্ণব্যবসায়ীর কাছে ক্যুরিয়ারে আসে। ক্যুরিয়ার সংস্থার একটি ছেলে এসে চিঠিটি দিয়ে যায়।

চিঠিটি যেখান থেকে পাঠানো হয়েছে তাও চমকে দিয়েছে পুলিশকে। প্রেরকের নাম দেওয়া আছে বিজয় জয়সওয়াল। আর ঠিকানা লখনউ জেল। জেলে এসেই টাকাটা দিয়েও যেতে বলা হয়েছে আকাশ গুপ্তা নামে ওই ব্যবসায়ীকে।

আকাশের সোনার দোকান রয়েছে লখনউ শহরের কৃষ্ণ নগর এলাকায়। ১২ বছর আগে তাঁর ভাইকে হত্যা করে বারাবাঁকি এলাকায় ফেলে যাওয়া হয়।

সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ২০১৯ সালে আকাশের এক ভাইপোর সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ২ জন মারা যান।

আকাশকে বুলেট লাগানো হুমকি চিঠির তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk