National

সংঘর্ষ, আগুন, ঝলসে মৃত ৫

Published by
News Desk

আগ্রা-দিল্লি যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ট্র্যাক্টর ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে ঝলসে মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে মহিলাও রয়েছেন। ৩০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিকন্দরায়।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ট্র্যাক্টর চালক রাস্তার ধারের একটি ধাবায় গাড়ি দাঁড় করিয়ে খেতে ঢোকেন। সেইসময়ে আচমকাই একটি পেট্রোল ভর্তি ট্যাঙ্কার এসে ট্রাক্টরটিতে ধাক্কা মারে। মুহুর্তে আগুন ধরে যায়। আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকের গায়ে আগুন লেগে যায়। এঁদের মধ্যে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়।

Share
Published by
News Desk