National

ঘাটকোপারে ভেঙে পড়ল বাড়ি, মৃত ১৭

Published by
News Desk

মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় একটি বাড়ি ভেঙে মৃত্যু হল ১৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দামোদর পার্ক এলাকার এই বাড়িটি মঙ্গলবার বেলা সাড়ে ১০টা নাগাদ বিকট শব্দ করে ভেঙে পড়ে। ২ দফায় ভেঙে যায় বাড়িটি।

মুম্বইতে একটানা বৃষ্টি চলছে। ফলে বাড়ি ভিজে থাকা স্বাভাবিক। সেই একটানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। বাড়িটিতে প্রধানত মহিলা ও বৃদ্ধদের ভিড়। থাকতেন প্রায় ১৫টি পরিবার। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে উদ্ধারকাজ শুরু হয়।

Share
Published by
News Desk