National

কাঁধ থেকে কাটা পড়া হাত জুড়ে অসাধ্য সাধন করলেন চিকিৎসকেরা

কাঁধ থেকে কাটা পড়েছিল এক তরুণের হাত। তিনি নিজেও এক শিক্ষানবিশ চিকিৎসক। তাঁর সেই কাটা হাত একের পর এক অপারেশনে জুড়ে ফেললেন চিকিৎসকেরা।

Published by
News Desk

কাঁধ থেকে হাত কাটা পড়েছিল। কাঁধের সঙ্গে হাতের বাকি অংশ জুড়েছিল কেবল একটি স্নায়ু। সেই হাত নিয়ে তাঁকে হাসপাতালে আনা হয়।

সময় নষ্ট না করে চিকিৎসকেরা তাঁকে নিয়ে যান অপারেশন থিয়েটারে। এভাবে ঝুলতে থাকা হাত আদৌ জোড়া সম্ভব কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেননা চিকিৎসকেরাও। তবে তাঁরা হাল ছাড়েননি।

৯ ঘণ্টা ধরে একের পর এক অপারেশন করা হয় ওই ২১ বছরের তরুণের হাতে। শুধু হাত জুড়ে দেওয়াই নয়, সেইসঙ্গে হাতের কাটা স্নায়ুগুলিকেও সন্তর্পণে জুড়ে দেওয়া হয়। জোড়া হয় পেশীগুলিকেও।

জোড়া হয় হাড় সহ অন্যান্য হাতের অংশও। যাতে হাতটি ফের আগের অবস্থায় ফিরতে পারে সেজন্য বোন গ্রাফ্টিং-এর সাহায্যও নেওয়া হয়।

একটি পেশীর তারপরেও দরকার পড়ছিল ওই তরুণ চিকিৎসকের ডান হাতকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দিতে। এজন্য চিকিৎসকেরা বুকের কাছ থেকে একটি পেশী নেন।

হাতটি ঠিক আগের মত নাড়ার জন্য এই পেশীর দরকার পড়েছিল চিকিৎসকদের। তা তাঁরা ওই তরুণেরই বুকের কাছ থেকে নিয়ে নেন।

৯ ঘণ্টা ধরে টানা পরিশ্রমের পর একটি একটি করে ধাপ পার করে এই জটিলতম অপারেশনকে সফল করেন চিকিৎসকেরা। এজন্য প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ, অ্যানাস্থেসিস্ট এবং অস্থিরোগ বিশেষজ্ঞ অপারেশন থিয়েটারে হাজির ছিলেন।

এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন লখনউয়ের মেদান্ত সুপার স্পেশালটি হাসপাতালের চিকিৎসকেরা। অপারেশনটি হয় দিন দশেক আগে। এখন হাত নাড়তেও পারছেন ওই তরুণ এমবিবিএস ছাত্র। হাতে সাড়ও পাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk