National

ভর্তি নিল না হাসপাতাল, ফুটপাথে শাড়ি দিয়ে ঘিরে সন্তানের জন্ম দিলেন মা

ফের এক করুণ ছবি উঠে এল। হাসপাতাল ভর্তি না নেওয়ায় ফুটপাথেই সন্তানের জন্ম দিলেন এক যুবতী। শাড়ি দিয়ে ঘিরে হল সন্তানপ্রসব।

Published by
News Desk

রাতেই উঠেছিল প্রসব যন্ত্রণা। পরিবারের লোকজন আর দেরি করেননি। নিয়ে এসেছিলেন হাসপাতালে। কিন্তু তাঁদের অভিযোগ হাসপাতাল ওই যুবতীকে ভর্তি নেয়নি। ফলে সারারাত প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালের বাইরের ফুটপাথে পরিবারের সঙ্গে পড়ে থাকেন ওই সন্তানসম্ভবা।

এদিকে প্রসব যন্ত্রণা একসময় চরমে ওঠে। উপায়ান্তর না দেখে পরিবারের মহিলারাই হাসপাতাল চত্বরের মধ্যে ওই ফুটপাথের একটা কোণা শাড়ি দিয়ে ঘিরে ফেলেন।

তারপর সেখানে তাঁদের দেখভালেই সন্তানের জন্ম দেন ওই ৩০ বছরের মহিলা। শিশুকন্যার জন্ম হয় ফুটপাথে, খোলা আকাশের নিচে।

ঘটনাটি ঘটেছে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের সামনে। পরিবারের অভিযোগ হাসপাতালকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি।

পুলিশে লিখিত অভিযোগ জমা না পড়লেও পুলিশ ঘটনার কথা শুনে বিষয়টি নিয়ে খোঁজখবর করে। পরে দিল্লি দক্ষিণ পশ্চিমের ডেপুটি কমিশনার অফ পুলিশ মনোজ সি জানান তাঁদের কাছে এমন কোনও অভিযোগ জমা পড়েনি।

তবে সন্তান প্রসবের পর এখন মা ও শিশু সফদরজঙ্গ হাসপাতালেই ভর্তি রয়েছে। মা ও শিশু উভয়েই সুস্থ আছে। হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা তাঁদের দিকে নজর রাখছেন।

তবে ওই পরিবার মুখে অভিযোগ জানালেও হাসপাতালের বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ পুলিশে জমা করেনি। ফলে এ নিয়ে আর কোনও তদন্ত হবে না। যদিও রাজধানীর এক প্রথমসারির হাসপাতালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কিন্তু কাম্য নয় বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk