National

শুধু ছাত্র নয়, এবার স্কুলে পোশাক বিধি মানতে হবে শিক্ষকদেরও

স্কুল পড়ুয়া ছাত্ররা স্কুলের পোশাক বিধি মানতে বাধ্য থাকে। কিন্তু যাঁরা তাদের পড়াতে আসেন তাঁরা পছন্দের পোশাকেই আসতে পারেন। এবার এর বদল শুরু হল।

Published by
News Desk

স্কুলে পড়লে ইউনিফর্ম পরেই স্কুলে যেতে হয়। কিন্তু শিক্ষক বা শিক্ষিকাদের ক্ষেত্রে তেমন কোনও ইউনিফর্ম প্রযোজ্য নয়। তাঁরা তাঁদের পছন্দমত পোশাকেই স্কুলে আসতে পারেন।

কিন্তু এই স্কুলে শিক্ষকদের পোশাক নিয়ে নানা প্রশ্ন ইদানিং উঠছে। বিহারে তো এ নিয়ে রীতিমত ছবি, ভিডিও উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে কোথাও দেখা যাচ্ছে প্রধানশিক্ষকই পাজামা ফতুয়া পরে গলায় গামছা ঝুলিয়ে স্কুলে চলে আসছেন। এমন নানা ছবি অস্বস্তি ফেলছে সেখানকার শিক্ষা দফতরকে।

যা হোক কোনও বাড়ির পোশাকেও অনেক শিক্ষক ক্লাস করাচ্ছেন, এমন ছবিও সামনে এসেছে। যা শিক্ষা দফতর তো বটেই, এমনকি পুরো প্রশাসনের জন্য এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এবার স্কুলে শিক্ষকদেরও পোশাক বিধি মানতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করল বিহারের বৈশালী জেলা শিক্ষা দফতর।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে স্কুলে পড়াতে আসার সময় শিক্ষকরা আর জিনস, ফতুয়া, পাঞ্জাবী, পাজামা, টিশার্ট ইত্যাদি পরে আসতে পারবেননা। তাঁদের আসতে হবে ফর্মাল প্যান্ট এবং হাফ বা ফুল হাতা শার্ট পরে। এর বাইরে কোনও পোশাকে স্কুলে আসা যাবেনা। একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আপাতত বৈশালী জেলার সব স্কুলে এই নিয়ম জারি হলেও মনে করা হচ্ছে দ্রুত তা অন্য জেলা এমনকি অন্য রাজ্যেও চালু হয়ে যেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk