মহাভারতের পথে শিশুকে উদ্ধার, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @umasudhir
বাহুবলী দ্যা বিগিনিং সিনেমার সেই রুদ্ধশ্বাস দৃশ্য অনেকেরই মনে আছে। যেখানে রানি শিবগামীর পিঠে গেঁথে আছে একটি তির। রক্তাক্ত অবস্থায় শিশু মহেন্দ্র বাহুবলীর প্রাণ রক্ষা করতে তিনি খরস্রোতা নদীতে ঝাঁপ দেন। নিজে ডুবেও হাতে করে তুলে রাখেন শিশু বাহুবলীকে।
তারপর কয়েকজন স্থানীয় মানুষের নজরে পড়তে তাঁর জল থেকে উঠে থাকা হাতে ধরা মহেন্দ্র বাহুবলীকে তাঁরা তুলে আনেন। আর শিবগামী ভেসে যান জলের স্রোতে। সেই দৃশ্য থেকে কেউ নজর সরাতে পারেননি। এবার বাস্তব জীবনে এমনই এক ঘটনার সাক্ষী হলেন অনেকে।
তেলেঙ্গানার একটা বড় অংশ এখন প্রবল বৃষ্টিতে নাজেহাল। অনেক জায়গায় জল বাড়ছে হুহু করে। বহু মানুষ ঘরছাড়া। হেলিকপ্টারে অনেক জায়গা থেকে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সেভাবেই হেলিকপ্টার থেকে একটি দৃশ্য দেখতে পান উদ্ধারকারীরা।
দেখা যায় জল উঠে গেছে বুক ছাড়িয়ে। সেই বুক অবধি জলে নিজেকে সামলানোই অসম্ভব হয়। কিন্তু এক ব্যক্তি ওই জলেই প্লাস্টিকের গামলায় ৩ মাসের এক সদ্যোজাতকে গরম পোশাকে জড়িয়ে মাথায় তুলে নিয়েছেন। এছাড়া তাকে বাঁচানোর উপায়ও নেই।
তারপর নিজেকে বুক পর্যন্ত জলে সামলে ওই শিশুকে মাথায় করে চলেছেন উঁচু আশ্রয়ের খোঁজে। পিছনে রয়েছেন শিশুর মা। তাঁকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
ওই বুক পর্যন্ত জলে টাল সামলানই দায়। সেই অবস্থায় সিনেমা নয়, বাস্তবে ওই ব্যক্তির ছোট্ট শিশুকে বাঁচানোর এই লড়াই দেখে অনেকেরই চোখ আটকে গেছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মন্থনী এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…