National

মুখ্যমন্ত্রীকে ঠান্ডা চা, খারাপ খাবার, বেকায়দায় সরকারি আধিকারিক

মুখ্যমন্ত্রীকে ঠান্ডা চা দেওয়া হয়। দেওয়া হয় খারাপ খাবারও। যা খুব স্বাভাবিকভাবেই বরদাস্ত করতে পারেননি তিনি। যার জেরে সরকারি এক আধিকারিক সমস্যায় পড়েছেন।

Published by
News Desk

মুখ্যমন্ত্রীকে খাবার পরিবেশন করা হয় বিভিন্ন অনুষ্ঠান বা বৈঠকে। তাঁর সারাদিনের ব্যস্ততায় তাঁকে সময় সময় চা, খাবার দেওয়া অবশ্যই এক বড় দায়িত্ব। স্বয়ং মুখ্যমন্ত্রীকে সেখানে ঠান্ডা চা পান করতে দেওয়া হয় বলে অভিযোগ।

চায়ের সঙ্গে যে খাবার পরিবেশন করা হয়েছিল তাও গুণগত মানে অনেকটাই খারাপ। বিষয়টি খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে ক্ষুব্ধ করেছে। এখন তার জের ভুগতে হচ্ছে সরকারি এক খাদ্য আধিকারিককে।

কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবেনা তা জানতে চেয়ে একটি শোকজের চিঠি ইতিমধ্যেই ওই আধিকারিককে ধরানো হয়েছে। যার উত্তর তাঁকে ৩ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গিয়েছিলেন খাজুরাহোতে। সেখানেই বিমানবন্দরে তাঁকে ঠান্ডা চা ও খারাপ খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ সামনে আসে।

বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্য গণ্যমান্যদের চা ও প্রাতরাশ পরিবেশনের দেখভালের দায়িত্ব ছিল খাদ্য আধিকারিক রাজেশ কানুয়ার। সেখানে তিনি কীভাবে প্রোটোকল ভেঙে এমন কাণ্ড করলেন তা জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত শিবরাজ সিং চৌহান খাজুরাহোতে বিমানবন্দরেই দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সঙ্গে ছিলেন খাজুরাহোর বিজেপি সাংসদ ভিডি শর্মাও। বিমানবন্দরে বৈঠক সেরে সেখান থেকেই তাঁরা উড়ে যান কাটনি। সেখানে পুরনির্বাচনের প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী শিবনাথ সিং চৌহান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk