National

একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রীত্ব ছাড়ল বিজেপি, ফড়নবিশ ডেপুটি

হাতে ৪০ জন বিধায়ক। তাঁদের নিয়েই সরকার গড়লেন শিবসেনার বিরোধী নেতা একনাথ শিণ্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ হলেন ডেপুটি।

মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোটের সরকার ফেলতে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের পথ যতটা সহজ হল, সরকার চালানো অতটা সহজ হবে তো? বিজেপিকে তারা বিদ্রোহের সময় যেভাবে পাশে পেল, সরকারে ঠিক সেভাবেই পাবে তো? এ প্রশ্ন যেমন সাধারণ মানুষের, তেমনই খোদ একনাথ শিণ্ডে শিবিরেরও।

উদ্ধব ঠাকরে গত বুধবার রাতে ইস্তফা দেওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সে প্রশ্ন ওঠে। উত্তরও দ্রুত সামনে আসে। বৃহস্পতিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে আড়াই বছর পর ফিরবেন বিজেপির নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে হবেন উপ-মুখ্যমন্ত্রী। কিন্তু সেসব বদলে দেন ফড়নবিশ নিজেই। তিনি জানিয়ে দেন, একনাথ শিণ্ডেই হবেন মুখ্যমন্ত্রী। তিনি ও তাঁর দল তাঁদের সমর্থন দেবে। যাতে সরকার ভালভাবে চলতে পারেন সেদিকেও তাঁদের নজর থাকবে।

ফড়নবিশের সেই বার্তামতই বৃহস্পতিবার সন্ধেয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিণ্ডে। তাঁর ডেপুটি হন দেবেন্দ্র ফড়নবিশ। তবে এদিন তাঁর মন্ত্রিসভার আর কেউ শপথগ্রহণ করেননি।

একনাথ জানিয়েছেন, তিনিই এখন আসল শিবসেনা। যাঁরা এখনও উদ্ধব ঠাকরে শিবিরে রয়ে গেছেন তাঁদের এই আসল শিবসেনায় চলে আসার আহ্বান জানান একনাথ।

এবারই একনাথ শিণ্ডের সামনে আসল চ্যালেঞ্জ। আসন সংখ্যায় এগিয়ে থাকা বিজেপি কিন্তু তাদের ওপর চাপ রাখবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

বিজেপির সঙ্গে মানিয়ে সরকার চালাতে হবে একনাথকে। অন্যদিকে উদ্ধব ঠাকরে কি এবার হাত গুটিয়ে বসে থাকবেন? নাকি তাঁর ঝুলিতে অন্য তাস রয়েছে? জানার অবশ্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025