National

একনাথ শিণ্ডেকে মুখ্যমন্ত্রীত্ব ছাড়ল বিজেপি, ফড়নবিশ ডেপুটি

হাতে ৪০ জন বিধায়ক। তাঁদের নিয়েই সরকার গড়লেন শিবসেনার বিরোধী নেতা একনাথ শিণ্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ হলেন ডেপুটি।

Published by
News Desk

মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোটের সরকার ফেলতে শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের পথ যতটা সহজ হল, সরকার চালানো অতটা সহজ হবে তো? বিজেপিকে তারা বিদ্রোহের সময় যেভাবে পাশে পেল, সরকারে ঠিক সেভাবেই পাবে তো? এ প্রশ্ন যেমন সাধারণ মানুষের, তেমনই খোদ একনাথ শিণ্ডে শিবিরেরও।

উদ্ধব ঠাকরে গত বুধবার রাতে ইস্তফা দেওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সে প্রশ্ন ওঠে। উত্তরও দ্রুত সামনে আসে। বৃহস্পতিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে আড়াই বছর পর ফিরবেন বিজেপির নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডে হবেন উপ-মুখ্যমন্ত্রী। কিন্তু সেসব বদলে দেন ফড়নবিশ নিজেই। তিনি জানিয়ে দেন, একনাথ শিণ্ডেই হবেন মুখ্যমন্ত্রী। তিনি ও তাঁর দল তাঁদের সমর্থন দেবে। যাতে সরকার ভালভাবে চলতে পারেন সেদিকেও তাঁদের নজর থাকবে।

ফড়নবিশের সেই বার্তামতই বৃহস্পতিবার সন্ধেয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিণ্ডে। তাঁর ডেপুটি হন দেবেন্দ্র ফড়নবিশ। তবে এদিন তাঁর মন্ত্রিসভার আর কেউ শপথগ্রহণ করেননি।

একনাথ জানিয়েছেন, তিনিই এখন আসল শিবসেনা। যাঁরা এখনও উদ্ধব ঠাকরে শিবিরে রয়ে গেছেন তাঁদের এই আসল শিবসেনায় চলে আসার আহ্বান জানান একনাথ।

এবারই একনাথ শিণ্ডের সামনে আসল চ্যালেঞ্জ। আসন সংখ্যায় এগিয়ে থাকা বিজেপি কিন্তু তাদের ওপর চাপ রাখবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

বিজেপির সঙ্গে মানিয়ে সরকার চালাতে হবে একনাথকে। অন্যদিকে উদ্ধব ঠাকরে কি এবার হাত গুটিয়ে বসে থাকবেন? নাকি তাঁর ঝুলিতে অন্য তাস রয়েছে? জানার অবশ্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk