National

মেঘ ভাঙা বৃষ্টিতে মারণ হড়কা বান, ডোডায় মৃত্যু

Published by
News Desk

জম্মু কাশ্মীরের ডোডা জেলার থাথরি শহরে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি। আর মেঘ ভাঙা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় হড়কা বান নতুন কিছু নয়। সেই হড়কা বানই কেড়ে নিল ৬টি প্রাণ। যারমধ্যে ৫ জনই মহিলা। জলের তোড়ে ভেসে আহত ১১ জন। বাতোতে-কিস্তওয়ার জাতীয় সড়কের একটা বড় অংশ হড়কা বানে বেহাল। ১২টি বাড়ি ধুয়ে গেছে জলের প্রবল স্রোতে। অনেক বাড়ি গুঁড়িয়ে গেছে। সেসব ধ্বংসাবশেষ থেকে ১১ জনকে উদ্ধার করে চিকিৎসা শুরু হয়েছে।

গতকাল রাত সওয়া ২টো নাগাদ মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। স্থানীয় জামাই মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নালার জল আচমকাই খরস্রোতা নদীর চেহারা নেয়। জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় কাছের বাজারের একটা বড় অংশ। অনেক দোকান নিশ্চিহ্ন হয়ে গেছে।

Share
Published by
News Desk