National

প্রবল বৃষ্টির পূর্বাভাস, কয়েকটি জায়গায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

প্রবল বৃষ্টির অবস্থা তৈরি হয়েছে যা আগামী ৪ দিন বজায় থাকবে। এজন্য কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Published by
News Desk

প্রবল বৃষ্টির পূর্বাভাস যে ফেলে দেওয়ার নয় তা এখনই বোঝা যাচ্ছে। শুরু হয়েছে বৃষ্টি। তবে তা আগামী ৪ দিনে প্রবল আকার নেবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। সেখানে আরও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্র তীরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এতটাই অনুকূল অবস্থায় রয়েছে যে বৃষ্টি টানা চলবে।

আবহাওয়া দফতর জানিয়েছে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে বৃষ্টি হচ্ছে। যা ক্রমশ তার দাপট বাড়াচ্ছে।

কোঙ্কণ উপকূলে জারি হয়েছে কমলা সতর্কতা। ফলে বৃষ্টি নিয়ে সপ্তাহের কর্মময় দিনগুলিতে একটা চিন্তা থেকেই যাচ্ছে। আগামী ৫ দিনে গোটা দক্ষিণ ভারতজুড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মারাঠওয়াড়াও বাদ নয়।

পাহাড়ি ধস নামার সম্ভাবনা রয়েছে। মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টির জেরে কয়েকটি নদীর জল উপচে আশপাশের এলাকায় ঢুকে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এছাড়া ২৫ জুন পর্যন্ত চলা বৃষ্টির জেরে ফুল চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। নষ্ট হতে পারে জমিতে থাকা ফসলও।

তাই কৃষকদের আগাম সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপও করতে বলা হয়েছে। পশ্চিম উপকূল তো বটেই, পূর্বের করমণ্ডল উপকূল জুড়েও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk