National

প্রবল বৃষ্টির পূর্বাভাস, কয়েকটি জায়গায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস

প্রবল বৃষ্টির অবস্থা তৈরি হয়েছে যা আগামী ৪ দিন বজায় থাকবে। এজন্য কিছু এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রবল বৃষ্টির পূর্বাভাস যে ফেলে দেওয়ার নয় তা এখনই বোঝা যাচ্ছে। শুরু হয়েছে বৃষ্টি। তবে তা আগামী ৪ দিনে প্রবল আকার নেবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। সেখানে আরও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্র তীরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এতটাই অনুকূল অবস্থায় রয়েছে যে বৃষ্টি টানা চলবে।

আবহাওয়া দফতর জানিয়েছে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে বৃষ্টি হচ্ছে। যা ক্রমশ তার দাপট বাড়াচ্ছে।

কোঙ্কণ উপকূলে জারি হয়েছে কমলা সতর্কতা। ফলে বৃষ্টি নিয়ে সপ্তাহের কর্মময় দিনগুলিতে একটা চিন্তা থেকেই যাচ্ছে। আগামী ৫ দিনে গোটা দক্ষিণ ভারতজুড়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মারাঠওয়াড়াও বাদ নয়।

পাহাড়ি ধস নামার সম্ভাবনা রয়েছে। মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টির জেরে কয়েকটি নদীর জল উপচে আশপাশের এলাকায় ঢুকে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এছাড়া ২৫ জুন পর্যন্ত চলা বৃষ্টির জেরে ফুল চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। নষ্ট হতে পারে জমিতে থাকা ফসলও।

তাই কৃষকদের আগাম সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপও করতে বলা হয়েছে। পশ্চিম উপকূল তো বটেই, পূর্বের করমণ্ডল উপকূল জুড়েও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025