National

হিমাচলে খাদে বাস, মৃত কমপক্ষে ৩০

Published by
News Desk

প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস কিন্নৌর জেলার রেকং পিও থেকে সোলান যাচ্ছিল। সকাল ৯টা নাগাদ বাসটি সিমলার রামপুরের কানেরি-র কাছে পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারায়। উল্টে যায় পাশের খাদে। প্রায় ৩০০ মিটার নিচু খাদে গড়িয়ে পড়ে বাসটি। বাসের কন্ডাক্টর ও চালক আহত হয়ে বেঁচে গেলেও ৩০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ঘটনার পরই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share
Published by
News Desk