National

মন্দিরে পুজো হচ্ছে নকল মূর্তির, আসল মূর্তি রয়েছে মার্কিন যাদুঘরে

মন্দিরে যে মূর্তির পুজো হচ্ছে তা আসলে আসল মূর্তির নকল। এমন এক ঘটনা সামনে আসার পর হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে।

Published by
News Desk

মন্দিরে যে বিগ্রহ রয়েছে, যাঁকে দর্শন করার জন্য দূর দূর থেকে মানুষ হাজির হন মন্দিরে, ভক্তরা এসে পুজো দেন, সেই ২টি মূর্তিই আসলে আসল মূর্তির নকল বা রেপ্লিকা।

হুবহু দেখতে নকল মূর্তি আসনে বসিয়ে আসল মূর্তি পাচার হয়ে গেছে বলেই মনে করছেন তদন্তকারীরা। কারণ আসল মূর্তি ২টির খোঁজ মিলেছে আমেরিকার ২টি মিউজিয়ামে। একটি রয়েছে ক্যালিফোর্নিয়ার নর্থ সিরমন মিউজিয়ামে আর অন্যটি রয়েছে ডেনভারের একটি মিউজিয়ামে।

তামিলনাড়ুর শিবপুরম মন্দিরের ২টি মূর্তিই দশম শতাব্দীর বলে জানিয়েছেন সে রাজ্যের মূর্তি চুরির তদন্তে নিয়োজিত তদন্তকারীরা। একটি সোমস্কন্দ মূর্তি এবং অন্যটি আম্মান মূর্তি।

এই ২টি মূর্তির যে নকল মন্দিরে রেখে পুজো হচ্ছে তেমন দাবি করে পুলিশের কাছে অভিযোগ করেন কুম্বাকোরামের এক বাসিন্দা। তাঁর অভিযোগের পরই তদন্তে নামে আইডল উইং।

২টি মূর্তি যে পাচার হয়েছে তা নিয়ে একরকম নিশ্চিত তদন্তকারীরা। মন্দিরের কর্মীদের জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তাঁরা। পুরো বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও জানানো হয়েছে।

প্রসঙ্গত তামিলনাড়ুতে অনেক মন্দির রয়েছে। সেখানে অনেক প্রাচীন অমূল্য মূর্তি রয়েছে। তা পাচারের একটা প্রবণতাও রয়েছে সেখানে। যা রুখতে গত কয়েক বছর ধরেই বিশেষ আইডল উইং তামিলনাড়ুতে কাজ করছে।

তাদের হাত ধরে পাচার হওয়া অনেক মূর্তি দেশেও ফিরেছে। এর আগে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া থেকে পাচার হওয়া মূর্তি তারা ফিরিয়ে এনেছে মন্দিরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk