National

পাথরের পর এবার মদের দোকানে গোবর ছুঁড়ে মারলেন উমা ভারতী

মদের দোকানে গোবর ছুঁড়ে মারলেন বিজেপি নেত্রী উমা ভারতী। এই গোবর ছোঁড়াকে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে জায়গা করে নিলেন তিনি।

Published by
News Desk

কয়েকদিন আগেই তিনি খবরে উঠে এসেছিলেন। একটি মদের দোকানে পাথর ছুঁড়ে মারেন সেদিন। এবার তিনি ফের খবরে। এবার তিনি একটি মদের দোকানে ছুঁড়ে মারলেন গোবর।

তবে এই গোবর তিনি আচমকাই ছুঁড়েছেন এমনটা নয়। আগেই তিনি এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি সাফ জানিয়েছিলেন আগামী দিনে তিনি রাজ্য জুড়ে প্রতিবাদে শামিল হবেন। আর তাঁর অস্ত্র হবে গরুর গোবর।

বিজেপি নেত্রী উমা ভারতী বেশ কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ভোপালে তাঁর প্রতিবাদ চালাচ্ছেন। সেই প্রতিবাদের অংশ ছিল একটি মদের দোকানে পাথর ছোঁড়া। এবার সেই পথ থেকে সরে মদের দোকানে গোবর ছোঁড়াকে বেছে নিয়েছেন উমা।

উমা ভারতীর দাবি মধ্যপ্রদেশকে মদমুক্ত রাজ্য ঘোষণা করতে হবে। এদিন মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার ওরছা শহরের একটি মদের দোকানে গোবর ছুঁড়ে মারেন তিনি।

তাঁর দাবি, ওরছা একটি পবিত্র শহর। এখানে রয়েছে রাম রাজা মন্দির। সেখানে এই মদের দোকান কেন রয়েছে? যদিও পুলিশ জানাচ্ছে মদের দোকানটি যেখানে রয়েছে তা বৈধ। কিন্তু তা মানতে রাজি নন উমা ভারতী।

তাঁর দাবি, ওখানে নয়, মদের দোকানটি একটি গ্রামে থাকার কথা। রাম নবমীর দীপোৎসবে যখন ওরছা শহরে ৫ লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল, সেদিনও ওই মদের দোকান খোলা ছিল বলে দাবি করেছেন উমা ভারতী।

তিনি এও জানিয়েছেন, তাঁর প্রতিবাদ এভাবেই চলতে থাকবে। তবে তিনি পাথর ছুঁড়ছেন না। এখন থেকে তিনি মদের দোকানে গোবর ছুঁড়েই প্রতিবাদে শামিল হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk