Categories: National

দিদির চিতায় শুয়ে পড়ে সহমরণে গেল তুতো ভাই

দিদির চিতা জ্বলছে দাউদাউ করে। সেই চিতাতেই সহমরণের পথ বেছে নিল তাঁর এক তুতো ভাই। পুলিশও পুরো ঘটনায় হতভম্ব।

Published by
News Desk

গত বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যান ২১ বছরের ওই তরুণী। অনেক খুঁজেও ওইদিন তাঁকে কোথাও পাওয়া যায়নি। পরিবারের তরফে জানানো হয় বাজার থেকে সবজি কিনতে যান ওই তরুণী। তারপর থেকে তাঁর আর খোঁজ ছিলনা।

গত শুক্রবার সকালে তাঁর দেহ বাজারের ধারের একটি কুয়ো থেকে উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করে। দেহের ময়নাতদন্তও হয়।

এরপর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। তরুণীর শেষকৃত্য সম্পন্ন যখন হচ্ছে তখন প্রায় সাড়ে ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে সেখানে হাজির হয় তাঁর তুতো ভাই।

মধ্যপ্রদেশের সাগর জেলায় জ্যোতি ডাঙ্গি নামে ওই তরুণীর শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল। আর সেই শেষকৃত্যে যোগ দিতে তাঁর তুতো ভাই করণ ডাঙ্গি হাজির হয় ধার জেলা থেকে।

জ্যোতি ডাঙ্গির চিতার লেলিহান শিখা জ্বলে উঠতে করণ সেই চিতার সামনে নতজানু হয়ে নমস্কার করে। তারপর সকলকে হতবাক করে দিয়ে সোজা গিয়ে শুয়ে পড়ে দিদির চিতায়।

পরিবারের লোকজন এই আকস্মিক ঘটনায় হতচকিত হয়ে যান। তারপর সম্বিত ফিরতেই তাঁরা দ্রুত করণকে চিতা থেকে টেনে বার করে আনেন।

ততক্ষণে অবশ্য করণের দেহের অনেকটা অংশই পুড়ে গেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় করণের। দিদির সঙ্গে সে কেন এভাবে সহমরণে যাওয়ার সিদ্ধান্ত নিল তা এখনও কারও কাছে পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk