ফাইল : ভারতীয় উপমহাদেশের মোষ, ছবি - আইএএনএস
তখন দেশ বড় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বলা ভাল গোটা বিশ্বই যাচ্ছে। চন্দ্রপল কাশ্যপ নামে এক ব্যক্তি দাবি করেন ২৫ অগাস্ট ২০২০ সালে তাঁর গোয়াল থেকে তাঁর একটি ৩ বছর বয়সী মোষ চুরি যায়। সেই মোষের খোঁজ তারপর তিনি দীর্ঘ সময় পাননি।
অবশেষে ২০২০ সালের নভেম্বর মাসে সেটির খোঁজ পান চন্দ্রপল। বিনপুর গ্রামের বাসিন্দা সতবীর সিংয়ের গোয়ালে তিনি তাঁর মোষটি দেখতে পান বলে দাবি করেন তিনি। কিন্তু সতবীর সাফ জানিয়ে দেন ও মোষ তাঁর। তিনি কারও মোষ চুরি করেননি।
বিষয়টি পুলিশের কাছে পৌঁছয়। কিন্তু তখন দেশের যা পরিস্থিতি সেই অবস্থায় এই মোষ চুরির ঘটনায় পুলিশ তেমন কোনও পদক্ষেপ করতে পারেনি। কে যে সত্যি বলছে, কার যে মোষটি তা তখন কিছুতেই পুলিশ উদ্ধার করতে পারেনি।
এদিকে বিষয়টি নিয়ে লেগে থাকেন কাশ্যপ। বিষয়টি জেলার পুলিশ সুপারের কাছেও পৌঁছয়। অবশেষে তিনি একটি পথ বার করছেন। যা দিয়ে একদম পরিস্কার হয়ে যাবে মোষ কার।
চন্দ্রপল কাশ্যপ দাবি করেছিলেন মোষটির মা তাঁর গোয়ালেই রয়েছে। এই দাবিকেই কাজে লাগান উত্তরপ্রদেশের শামলির পুলিশ সুপার সুকৃতি মাধব।
পুলিশ সুপার চন্দ্রপলের দাবি অনুযায়ী মোষটির মা ও যে মোষকে নিয়ে এত টানাটানি তাদের ২ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। যার রিপোর্ট বলে দেবে চন্দ্রপল সত্যি বলছেন নাকি সতবীর সিং। আপাতত ডিএনএ পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…