প্রতীকী ছবি
বয়স ৮০ বছর। খোদ সিবিআই তাঁকে মৃত বলে ঘোষণা করেছিল। সেই বৃদ্ধা সশরীরেই হাজির হলেন আদালত কক্ষে। অবশ্যই চমকে দেওয়ার মত ঘটনা।
আদালতে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের অনেকেই তাঁকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। ভূত দেখছেন নাকি! এমনও মনে হয় অনেকের। কিন্তু তারপরই বৃদ্ধা মুখ খোলেন।
এই ৮০ বছরের বৃদ্ধা বাদামি দেবী একটি খুনের ঘটনার অন্যতম সাক্ষী। সাংবাদিক রাজদেও রঞ্জনকে হত্যা করা হয় বিহারের সিওয়ান শহরে।
২০১৬ সালে হওয়া এই খুনের অন্যতম সাক্ষী বাদামি দেবী। বৃদ্ধা আদালতে বিচারকদের জানান, গত ২৪ মে তিনি মৃত বলে একটি রিপোর্ট আদালতে পেশ করে সিবিআই। যা শুনে তিনি বিস্মিত হয়ে যান।
বিহারের মুজফ্ফরপুরে এমপি-এমএলএ আদালতে বৃদ্ধা জানান, তিনি যে মারা যাননি বেঁচে আছেন, তা জানাতেই তিনি সশরীরে আদালতে হাজির হলেন।
তিনিই যে বাদামি দেবী তার প্রমাণও বৃদ্ধা সঙ্গে এনেছিলেন। ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড সঙ্গে করে তিনি হাজির হয়েছিলেন আদালতে।
সব খতিয়ে দেখার পর সিবিআইয়ের কাছে এর জবাবদিহি চেয়েছে আদালত। কিসের ভিত্তিতে তারা বাদামি দেবীর মৃত্যু হয়েছে বলে রিপোর্ট পেশ করেছে তাও জানতে চেয়েছে আদালত।
কার্যতই এই ঘটনার পর সিবিআই কিছুটা অস্বস্তিতে। প্রসঙ্গত ওই বৃদ্ধার বাড়ি দখলের চেষ্টার বিরুদ্ধে একের পর এক লেখা ছাপছিলেন রাজদেও রঞ্জন। রাজদেওর হত্যার পর ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। যার মধ্যে প্রয়াত সাংসদ মহম্মদ সাহাবুদ্দিনেরও নাম ছিল।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…