National

জল বাঁচানোর দায়িত্ব নিল ছোটদের পছন্দের কমিকস

জলই জীবন। আর সেই জীবনের আর এক নাম ক্রমশ বিশ্বজুড়েই সংকটে পড়ে যাচ্ছে। জল বাঁচানোর প্রয়োজন তাই এখন অন্যতম কাজে পরিণত হয়েছে।

Published by
News Desk

জলের প্রয়োজন বাড়ছে। জল ব্যবহারও বাড়ছে। যা পরিস্থিতি তাতে হিসাব বলছে বর্তমানে যে পরিমাণ জল লাগছে, ২০৩০ সালের মধ্যে সেই চাহিদা দ্বিগুণে পৌঁছ যাবে!

কিন্তু জলের যোগান কোথায়? তাই প্রয়োজন এখন থেকেই জল সংরক্ষণ। জল বাঁচানোর ওপর জোর দেওয়ার আশু প্রয়োজন তৈরি হয়ে গেছে। যা সরকারও বুঝতে পারছে।

তবে জল তখনই বাঁচবে যখন সকলের মধ্যে জল সংরক্ষণ ও কেন তা সংরক্ষণ করা প্রয়োজন, কেন তার অপচয় উচিত নয় সে সম্বন্ধে সম্যক ধারনা তৈরি করা সম্ভব হবে।

এজন্য ইতিমধ্যে সরকার সহ নানা সংগঠনের পক্ষে কাজ চলছে। তবে ছোটদের মধ্যেও জলের গুরুত্ব পৌঁছে দেওয়ার জন্য এবার কেন্দ্রীয় সরকার হাত মেলাল ডায়মন্ড কমিকস-এর সঙ্গে।

ভারতে অনেকগুলি জনপ্রিয় কমিকস চরিত্র ডায়মন্ড কমিকসের হাত ধরে পৌঁছে গেছে ছোটদের কাছে। ডায়মন্ড কমিকস তাই ভারতে প্রবল জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সরকার চাইছে এমন কিছু কমিকস বাজারে আসুক যা জল সংরক্ষণের প্রয়োজনীয়তার পাঠ দেবে ছোটদের।

কমিকসের আবেদনকে হাতিয়ার করে ছোটদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার ভাবনা যথেষ্ট অভিনব। কমিকসের মধ্যে দিয়ে ছোটদের জল বাঁচানোর পাঠ দেওয়া হবে। তাদের মধ্যে আচরণগত পরিবর্তন এনে জল বাঁচাতে তাদের উৎসাহ প্রদান করবে কমিকসের চরিত্ররা। এই উদ্যোগকে যথেষ্ট সদর্থক ভাবনা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk