National

নিজেকে বিয়ে করতে চলেছেন তরুণী, নিজের সঙ্গে যাবেন হানিমুনেও

এমন উদাহরণ এ দেশে দ্বিতীয় নেই। এমনটা এই প্রথম হতে চলেছে। এক তরুণী বিয়ে করতে চলেছেন। তবে অন্য কাউকে নয়। বিয়ে করছেন নিজেকেই।

Published by
News Desk

একজন পুরুষ ও নারীর মধ্যে বিবাহবন্ধন চিরাচরিত। বর্তমানে অনেক দেশে সমলিঙ্গ বিয়েও মান্যতা পেয়েছে। তবে সেখানেও ২টি মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সহজ কথায় বিয়ে করতে ২টি মানুষের দরকার পড়ে। কিন্তু এবার আর সেটাও দরকার পড়বে না।

নিজেই নিজেকে বিয়ে করতে চলেছেন এক তরুণী। তাও আবার যাবতীয় রীতিনীতি মেনে। বিয়ের দিন শুধু বরটাই আসবে না। বাকি সব কিছুই অক্ষরে অক্ষরে পালিত হবে।

মন্ত্রোচ্চারণ হবে। সাতপাক হবে। সিঁদুরদান হবে। অতিথি আপ্যায়ন হবে। বিবাহবাসর সাজানো হবে। আলোয় আলোয় ভরে উঠবে চত্বর।

এর মধ্যেই নিজেকে নিজে বিয়ে করবেন ক্ষমা বিন্দু নামে ২৪ বছরের ওই তরুণী। ওই তরুণী নিজেই সেকথা ভারতের একটি প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

গুজরাটের ভদোদরার মেয়ে ক্ষমার এই অভূতপূর্ব সিদ্ধান্তে কিন্তু আপত্তি করেননি তাঁর বাবা মা। বরং তাঁরা মেয়ের এই সিদ্ধান্তে পাশে আছেন।

ক্ষমা কোনও পুরুষকে বিয়ে করতে রাজি নন। তবে বিয়ে করতে চান। চান বিবাহিত হতে। সেই ভাবনা থেকেই নিজেকে নিজে বিয়ে করার সিদ্ধান্তের ভাবনার জন্ম।

বিয়ের পর হানিমুনেও যাবেন তিনি। নিজের সঙ্গে নিজেই হানিমুন করবেন ক্ষমা। হানিমুনে তিনি যাচ্ছেন গোয়া। সেখানেই নিজের সঙ্গে একান্তে সময় কাটাবেন তিনি।

আগামী ১১ জুন নিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তরুণী। এমনটা বাস্তবায়িত হলে ভারতে এটাই হতে চলেছে প্রথম নিজেকে বিয়ের নজির।

Share
Published by
News Desk