National

বিজেপির উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া নাইডু

Published by
News Desk

রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমে বিজেপিই তাদের প্রার্থী ঘোষণা করেছিল। তারপর বিরোধীদের সঙ্গে বৈঠক করে কংগ্রেস জানায় রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হল উল্টোটা। কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। তৃণমূলই প্রথম বিরোধীদের বৈঠকে গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করে। যা সকলে মেনে নেয়। কিন্তু বিজেপির তরফে তাদের মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এদিন দলের সংসদীয় বৈঠকের পর সেই সিদ্ধান্ত চূড়ান্ত করল বিজেপি। তাদের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বর্তমান কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

Share
Published by
News Desk