National

ঘুষ দিয়েছেন শশীকলা, অভিযোগ করায় বদলি রূপা

Published by
News Desk

বেঙ্গালুরু জেলে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। ফিরে একটি বিস্ফোরক রিপোর্ট দেন। লিখিতভাবে অভিযোগ করেন দুর্নীতির দায়ে জেলবন্দি এআইএডিএমকে নেত্রী শশীকলা কারাগারে ভিআইপি সুবিধা পাওয়ার জন্য ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন। যার অংশ পেয়েছেন তাঁর বস সত্যনারায়ণ রাও।

কর্ণাটকের মহিলা পুলিশ আধিকারিক ডি রূপার এই অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে পড়ায় তড়িঘড়ি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যদিও পরে তিনি জানান, সার্ভিস রুল ভেঙে এভাবে দফতরের ভেতরের খবর সংবাদমাধ্যমে প্রকাশ করার ফল ভুগতে হতে পারে রূপাকেও। সেটাই হল সোমবার। হাতেগরম বদলির চিঠি পেলেন ডি রূপা। তাঁকে বদলি করা হয়েছে ট্রাফিক এণ্ড রোড সেফটি বিভাগে। যদিও রূপার অভিযোগের তদন্ত চলছে।

Share
Published by
News Desk