National

১৪ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হল এদিন, ফলাফল বৃহস্পতিবার

Published by
News Desk

ভারতের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হল সোমবার। ফলাফল ঘোষণা আগামী ২০ জুলাই। এদিন সংসদে ভোট দেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন অনেক সাংসদও। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ঘরে এদিন সকাল থেকেই সাংসদ, বিধায়কদের লম্বা লাইন চোখে পড়েছে দেশের সব রাজ্যের বিধানসভায়। পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এদিন সকাল থেকেই লাইন পড়ে। দুপুর দেড়টা নাগাদ আসেন মুখ্যমন্ত্রী। দলীয় সাংসদদের নিয়ে একটি স্বল্প সময়ের বৈঠক সেরে লাইনে দাঁড়ান তিনি। সঙ্গে ছিলেন দলের সাংসদরাও। এদিকে এদিন মোর্চার ৩ বিধায়ক সহ অন্যান্য বিরোধী দলের বিধায়কেরাও ভোটদান করেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দ। অন্যদিকে কংগ্রেসের ১৭ দলের বিরোধী শিবিরের প্রার্থী লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। যদিও বিশেষজ্ঞদের অঙ্ক বলছে সব ঠিকঠাক গেলে রামনাথ কোবিন্দের জয় সময়ের অপেক্ষা। রামনাথ কোবিন্দকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share
Published by
News Desk