National

সাংসদের বাড়ির দরজায় কৃষকদের হলুদ বিপ্লব

কৃষক বিক্ষোভের মুখে পড়লেন এক সাংসদ। তাঁর বাড়ির সামনে সম্প্রতি হলুদ বিপ্লবে শামিল হলেন একদল কৃষক। কথা না রাখার জের ভুগতে হল সাংসদকে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় এলাকায় প্রচারে বেরিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ভোটেও জেতেন। আর এ দেশে এমন উদাহরণের ছড়াছড়ি যে ভোটে জেতার পর নেতারা ভোটে দেওয়া প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যান। ফের তেমনই এক উদাহরণ সামনে এল। যার জের ভুগতে হল সাংসদকে।

তেলেঙ্গানার নিজামাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির ধর্মপুরী অরবিন্দ। ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানকার হলুদ চাষিদের জন্য একটি হলুদ বোর্ড তৈরি করে দেবেন। আর ভোটে জিতলে তা যে তিনি ৫ দিনের মধ্যে করে দেবেন তাও একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সই করে জানান অরবিন্দ।

কিন্তু ভোট কাটার পর ৩ বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি অরবিন্দ রক্ষা করেননি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন হলুদ ও লাল জোয়ারের ন্যূনতম ক্রয় মূল্য তিনি স্থির করে দেবেন ওই হলুদ বোর্ড তৈরি করে। কিন্তু সেটাও করেননি।

স্থানীয় হলুদ চাষিদের এ নিয়ে ক্ষোভ ছিলই। তা গত রবিবার আছড়ে পড়ে। তাঁরা হাজির হন সাংসদ অরবিন্দের বাড়ির সামনে। তারপর তাঁর প্রধান ফটকের সামনে উলঢাল করে তাঁদের উৎপাদিত হলুদ ঢেলে দেন।

সেই হলুদের স্তূপের সামনে দাঁড়িয়ে চাষিরা তাঁদের বিক্ষোভ দেখান। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় বেজায় চাপরে মুখে পড়তে হয় সাংসদকে।

তেলেঙ্গানার নিজামাবাদ এলাকা হলুদ চাষের জন্য বিখ্যাত। সেখানে ১ লক্ষের ওপর হলুদ চাষি রয়েছেন। তাঁরা জানিয়েছেন সাংসদ তাঁর কথা রাখেননি তো বটেই, গত ৩ বছরে তাঁদের জন্য ১ কোটি ৯২ লক্ষ টাকার একটা ফান্ড নিয়ে এসেছেন মাত্র। যা কৃষকদের মধ্যে ভাগ করলে কৃষক প্রতি ২০০ টাকা করেও হবেনা।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025