National

জেসিবিতে এল গোলাপের মালা, পাড়া জানিয়ে পালিত হল নেতার জন্মদিন

জেসিবি সাধারণত বৃহৎ নির্মাণ কাজে ব্যবহার হয়। সেই জেসিবি যে অতিকায় মালা আনতেও কাজে লাগে তা এই প্রথম দেখা গেল। পালিত হল চোখ ধাঁধানো জন্মদিন।

Published by
News Desk

এমন জন্মদিন পালন তো সিনেমার পর্দাতেও দেখা যায়না। দেখা যায়না এতটা জাঁকজমকে হিরোর আত্মপ্রকাশ। বাস্তব যে আরও রঙিন, আরও সুন্দর তা এক নেতার জন্মদিন পালন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গোটা পাড়া তো জানলোই, গোটা দেশও এখন জেনে গেছে এই সারা জীবন মনে রাখার মত জন্মদিন পালন।

তিনি কোনও সাংসদ, বিধায়ক নন। নেহাত পুরপিতাও নন। কেবল চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতা। তাঁর এমন জন্মদিন তাক লাগিয়ে দিয়েছে রাজ্যের বাকি নেতাদেরও।

তাঁকে মালা পরানোর জন্য তাঁর সমর্থকেরা ২টি জেসিবি মেশিন ভাড়া করেছিলেন। যার একটিতে ছিল গোলাপের মালা। অন্যটিতে রঙিন ফুলের মালা। মালা ২টি দেখতে গেলে ঘাড় উঁচু করে আকাশের দিকে চাইতে হবে সকলকে। এতটাই বিশাল।

নেতা বাড়ি থেকে বার হতেই জেসিবি মেশিন এগিয়ে আসে মালা নিয়ে। মালার তলায় দাঁড়ান নেতা ইরোল্লা শ্রীনিবাস। একটি মঞ্চের ওপরই দাঁড়ান। তবে সেখানে দাঁড়িয়েও মালাগুলো গাছ পার করে আকাশ ছুঁয়েছিল।

সেখানে দাঁড়িয়ে তিনি ২ হাতে তুলে নেন পায়রো গান। যা থেকে ঠিকরে বার হতে থাকে আগুনের ফুলকি। সে ২টি দুহাতে তুলে ধরেন শ্রীনিবাস। তাঁর সমর্থকেরা তখন উল্লাসে মত্ত।‌

ঢাক, ঢোল বাজিয়ে শুরু হয় নাচ। তার মধ্যেই পুড়তে থাকে প্রচুর বহুমূল্য আতসবাজি। শুধু এই জাঁকজমকপূর্ণ কখনও না দেখা জন্মদিন পালন দেখতে বহু মানুষের ভিড় জমে যায়।

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি-র নেতা শ্রীনিবাস এখন রাজ্যের একটি চিকিৎসক সংগঠনের চেয়ারম্যান। তবে আগামী বিধানসভা নির্বাচনে তিনি দলের হয়ে টিকিট পেতে পারেন বলেই মনে করছেন অনেকে। শ্রীনিবাসের এই চোখ ঝলসানো জন্মদিন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

Share
Published by
News Desk