National

নেতাজিকে ভালবেসে সাইকেলে ২৫০০ কিলোমিটার ছুটছে ১০ বছরের বালক

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত সে। নেতাজির বার্তা সে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চায়। সেই লক্ষ্যে সাইকেল নিয়ে ছুটে চলেছে ১০ বছরের বালকটি।

Published by
News Desk

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক অন্যতম অধ্যায়। তাঁকে বাদ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসম্পূর্ণ।

নেতাজির নানা কাহিনি ছোট থেকেই দাদুর মুখে শুনত ছেলেটা। স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধাদের কাহিনি সে পড়ত। তা থেকেই ক্রমে নেতাজির প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জেগে ওঠে।

নেতাজির জাতীয় সংহতির বার্তা ১০ বছর বয়সের আরব ভরদ্বাজকে আকর্ষিত করত। তাই সে স্থির করে সে নেতাজির সেই বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেবে। তার পরিবারও তার সিদ্ধান্তে পাশে দাঁড়ায়।

দিল্লির বাসিন্দা আরব স্থির করে সে সাইকেলে চেপে এই বার্তা ছড়িয়ে দেবে। এজন্য সে বেছে নেয় মণিপুরকে। মণিপুরের মোইরাং শহর থেকেই সে যাত্রা শুরু করবে বলে স্থির করে। কারণও রয়েছে।

এই মণিপুরেই কিন্তু নেতাজি তাঁর আজাদ হিন্দ বাহিনী নিয়ে প্রবেশ করে ব্রিটিশদের পরাজিত করে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। সেই ঐতিহাসিক স্থান থেকে আরব সাইকেল চালিয়ে যাত্রা শুরু করে গত ১৪ এপ্রিল।

তার সঙ্গী তার বাবা। পশ্চিমবঙ্গ হয়ে সে এখন আরও এগিয়ে চলেছে। তার গন্তব্য দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। সেখানেই শেষ হবে তার নেতাজি সুভাষচন্দ্র সুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বার্তা ছড়িয়ে দেওয়ার সাইকেল যাত্রা।

যাত্রাপথে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু তার এই উদ্যোগের জন্য উষ্ণ অভ্যর্থনা পাচ্ছে ১০ বছরের আরব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk