National

৩ প্রেমিকাকে এক ছাদনাতলায় বিয়ে করলেন ৬ সন্তানের বাবা

কত কিছুই তো হয় আশপাশে। তার খবর কে রাখে। যেমন এই ব্যক্তির কথাই ধরা যেতে পারে। ৬ সন্তানের পিতা এবার বিয়ে করলেন ৩ প্রেমিকাকে।

Published by
News Desk

১৫ বছর আগের কথা। সে সময় এক যুবক ৩ তরুণীর প্রেমে পড়েন। অবশ্যই এক দিনে নয়। বিভিন্ন সময়ে তিনি তাঁদের প্রেমে পড়েন। ওই ৩ তরুণীও যুবকের সঙ্গে জীবন জড়াতে রাজি হন।

কিন্তু ৩ প্রেমিকার পরিবারই ওই যুবকের সঙ্গে বিয়েতে রাজি ছিলেননা। অবশেষে ওই যুবক তাঁর ৩ প্রেমিকাকে বাড়ি থেকে নিয়ে পালান।

ওই যুবকের হাত ধরে পরিবার পরিজনকে পিছনে ফেলে ঘর ছাড়েন ওই ৩ তরুণীও। এরপর ওই যুবক ৩ তরুণীর সঙ্গেই থাকতে শুরু করেন।

৩ তরুণীর সঙ্গেই চলতে থাকে তাঁর জীবনধারণ। বিয়ে নয়, একসঙ্গে থাকাতেই তাঁদের জীবন কাটতে থাকে। আর এমন করে ১৫টা বছর পার করে যায়।

এই ১৫ বছরে ৩ তরুণী ৬ সন্তানেরও জন্ম দেন। ৬ সন্তানেরই বাবা সমর্থ মৌর্য। বিয়ে না হলেও ৩ প্রেমিকা ও ৬ সন্তানকে সুখে রাখার চেষ্টা করছিলেন সমর্থ।

সমস্যা হয় সমর্থ কিছুতেই কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারছিলেননা। কারণ মধ্যপ্রদেশের এক আদিবাসী সম্প্রদায়ের ছেলে সমর্থ যে সমাজে বাস করেন সেখানে বিয়ে না হলে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া যায়না। এটাই তাঁদের আদিবাসী সম্প্রদায়ের নিয়ম।

কেবল তাঁদের সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার টিকিট পেতে অবশেষে সমর্থ স্থির করেন তিনি তাঁর ৩ প্রেমিকাকেই বিয়ে করবেন।

১৫ বছর ধরে একসঙ্গে থাকা। প্রেমিকাদের গর্ভে তাঁর সন্তানের জন্ম। সব পর্ব মিটিয়ে অবশেষে আলিরাজপুর জেলার নানপুরে একটি ঝলমলে অনুষ্ঠানে ৩ প্রেমিকাকে আদিবাসী প্রথা মেনে বিয়ে করলেন সমর্থ। এবার থেকে তিনি যোগ দিতে পারবেন তাঁদের সম্প্রদায়ের যে কোনও সামাজিক অনুষ্ঠানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk