National

মূর্তিকে আরও সুন্দর করে তুলতে ট্রাঙ্কে এল ৪ হাজার কেজির তরোয়াল

তরোয়ালের ওজন ৪ হাজার কেজি। সেটাই ধরা থাকবে হাতে। এমন এক পেল্লায় তরোয়াল এর আগে কখনও কোনও মূর্তির হাতে দেখা যায়নি।

Published by
News Desk

৪ হাজার কেজি ওজনের তরোয়াল। যে সে কথা নয়। যার ভার ধরে রাখাও একটা বড় চ্যালেঞ্জ। তবে এ তরোয়াল বহু দূর থেকেই নজর কাড়বে। যা মূর্তির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। এমনই হচ্ছে একটি বিমানবন্দরে।

ভারতের অন্যতম শহর বেঙ্গালুরু। সেই শহরের রূপকার বলা হয় কেম্পে গৌড়াকে। তাঁর নামেই বেঙ্গালুরুর বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

এবার সেই বিমানবন্দর চত্বরের ২৩ একর জমিতে তৈরি হচ্ছে একটি হেরিটেজ পার্ক। সেই পার্কে তৈরি হচ্ছে কেম্পে গৌড়ার এক অতিকায় মূর্তি।

সেই মূর্তির হাতে থাকবে একটি তরোয়াল। যার ওজন হচ্ছে ৪ হাজার কেজি। একটি বিশেষ ট্রাঙ্কে করে তরোয়ালটি আনা হয়েছে দিল্লি থেকে।

কেম্পেগৌড়া বিমানবন্দর ভারতের এক অন্যতম ব্যস্ত বিমানবন্দর। যেখানে দিবারাত্র যাত্রীদের আনাগোনা লেগে থাকে। এই মূর্তি নির্মাণ সম্পূর্ণ হলে বিমানবন্দরে প্রবেশ করতে গেলেই নজর কাড়বে এই মূর্তি।

১০৮ ফুট উচ্চতার এই মূর্তি এতটাই বিশাল হবে আর তার হাতে ধরা তরোয়াল এতটাই চিত্তাকর্ষক হবে যে তা সকলের নজর কাড়বে। হাতে সময় থাকলে হেরিটেজ পার্কে কিছুটা সময়ও কাটাতে পারবেন যাত্রীরা।

আর নির্মাণ শৈলীর গুণে তাঁরা কিছুটা সময় হলেও তাকিয়ে থাকবেন মূর্তিটির দিকে। এমনটাই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মূর্তিটি ৮৫ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk