National

রাস্তা ধরে এগিয়ে চলেছে আস্ত হলুদ প্যান্ডেল, বাকরুদ্ধ যানবাহন থেকে মানুষ

রাস্তা ধরে ছুটে চলেছে বাস, গাড়ি। হাঁটছেন পথচলতি মানুষজন। তার মধ্যেও সব ছেড়ে থমকে দাঁড়ালেন তাঁরা। কারণ সামনে দিয়ে এগিয়ে চলেছে আস্ত প্যান্ডেল।

Published by
News Desk

নেহাত ছোট নয়। বেশ বড় একটা প্যান্ডেল। হলুদ রংয়ের কাপড় দিয়ে সাজানো। চাতালটা পুরোটাই হলুদ আর কমলা রংয়ের কাপড়ের মোটা ডোরা। চারধার পুরোটা চাপা নয়। মাথার দিক থেকে কিছুটা নেমেছে কাপড়। তারপরটা ফাঁকা।

চারধারে ৪টি অ্যালুমিনিয়াম টি স্ট্যান্ডের স্তম্ভ। যা দিয়ে পুরো প্যান্ডেলটা দাঁড় করিয়ে রাখা হয়েছে। নিচটা পুরোটাই চারধার দিয়ে খোলা হওয়ায় প্যান্ডেলের ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে।

৪টি অ্যালুমিনিয়াম টি স্ট্যান্ডের স্তম্ভ ৪ জন ধরে রেখেছেন। শুধু ধরেই রাখেননি, ধীর পায়ে প্যান্ডেল সোজা রেখে তাঁরা রাস্তা ধরে এগিয়ে চলেছেন। ফলে প্যান্ডেলও এগোচ্ছে।

প্যান্ডেলের তলাটা ছাওয়া। সেখানে একটি ঘোড়ায় চেপে চলেছেন বর। আর তাঁর সামনে নৃত্যরত বরযাত্রীরা। কয়েকজন যদিও বা নাচতে নাচতে প্যান্ডেলের তলা থেকে বেরিয়ে রোদের মধ্যে এসে পড়ছেন তো দ্রুত ফিরে যাচ্ছেন প্যান্ডেলের তলায়।

এ এক অভিনব ভাবনা। এখন দেশের একটা বড় অংশ আগুনে গরমে পুড়ছে। অনেক জায়গায় ৪৫ ডিগ্রির কাছে পারদ চড়েছে। দিল্লি, রাজস্থান, হরিয়ানা ও ওড়িশায় তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যান্য জায়গার হালও বেহাল।

তারমধ্যে দুপুরের কাঠফাটা রোদে বরযাত্রীরা যাতে আনন্দ করতে করতে সেজেগুজে যেতে পারেন। যাতে বরেরও কোনও কষ্ট না হয়, সেজন্য এক অভিনব ভাবনা দেখা গেল। চলমান প্যান্ডেল চমকে দিল সকলকে।

সোশ্যাল মিডিয়ায় এক বরের বিয়ে করতে যাওয়ার ভিডিও প্রকাশ হতেই তা ছড়িয়ে পড়ে। তবে দেশের কোথায় এটা হয়েছে তা পরিস্কার করে লেখা হয়নি।

Share
Published by
News Desk