ভারতীয় গরু, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
সিসিটিভি ফুটেজ পরেও পরীক্ষা করে দেখা যায়। অবসরে বসে তাঁর বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিলেন এক ব্যক্তি। তখনই বিষয়টি নজরে পড়ে তাঁর। প্রথমে বিশ্বাস করতেও পারছিলেন না তিনি। পরে ভাল করে পরীক্ষা করে দেখেন যা দেখছেন ছবিতে সেটাই সত্যিই।
দ্রুত তিনি তাঁর প্রতিবেশিকে বিষয়টি জানান। ফুটেজও দেখান। যা দেখে প্রতিবেশিও বাকরুদ্ধ হয়ে পড়েন। পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।
সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে জিতেন্দ্র যাদব নামে ওই প্রতিবেশির গরুর সঙ্গে অভব্য আচরণ করতে দেখা যায়। গরুর সঙ্গেও এমনটা কেউ করার কথা ভাবতে পারে দেখে সকলেই হতবাক।
এদিকে যে গরুটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে স্থানীয়। তাকে স্থানীয়রা সকলেই প্রায় চেনেন। বিষয়টি জানাজানি হতে সময় নেয়নি।
বিষয়টি জানার পর ক্ষুব্ধ স্থানীয়রা ওই ব্যক্তিকে খুঁজতে বার হন। পাওয়াও যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে লখনউ শহরের সরোজিনী নগর এলাকায়।
স্থানীয়দের মুখে মুখে এখন এই ঘটনার কথা ঘুরছে। অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না কোনও মানুষ কতটা বিকৃত রুচি না হলে এমন কাজ করতে পারে।
বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশও। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে প্রবল ক্ষোভ রয়েছে।