National

গাধা দিয়ে স্কুটার টানালেন এক ব্যক্তি, ঘোরালেন গোটা শহর

একটি গাধা একটি স্কুটারকে টেনে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে থমকালেন পথচলতি মানুষজন। পড়ে দেখলেন গাধার গায়ে লাগানো বার্তা।

Published by
News Desk

যথেষ্ট ব্যস্ত শহর। মানুষের ভিড়, যানবাহনের ভিড় লেগে আছে। তার মধ্যে দিয়ে হেঁটে চলেছে একটি গাধা। যার সঙ্গে একটি দড়ি বাঁধা রয়েছে। সেই দড়ির অন্যদিকটি বাঁধা রয়েছে পিছনের একটি স্কুটারের সঙ্গে।

স্কুটারটি একটি হলুদ রঙয়ের ই-স্কুটার। স্কুটারটিকে টেনে নিয়ে যাচ্ছে গাধাটি। স্কুটার যাতে পড়ে না যায় সেজন্য একজন সেটিকে ধরে আছেন। আর গাধার সঙ্গে গাধাকে পথ দেখিয়ে ঘোরাচ্ছেন আর এক জন।

এমন একটা দৃশ্য দেখে ব্যস্ততা ভুলে অনেকেই থমকে দাঁড়িয়ে পড়েছেন। পড়ে দেখেছেন গাধার গায়ে কি বার্তা দেওয়া আছে সেটাও। যেখানে একটি সংস্থার ই-স্কুটার কিনতে মানা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিদ জেলায়। এখানেই এক ব্যক্তি কিছুদিন আগে একটি ই-স্কুটার কেনেন। কিন্তু সেটি ৬ দিন যেতে না যেতেই খারাপ হয়ে যায়।

ওই ব্যক্তির দাবি, তিনি প্রস্তুতকারক সংস্থা ওলায় খবর দেন। একজন মেকানিক হাজিরও হন। তবে তিনি স্কুটার চালু করতে অপারগ হন।

তারপর সংস্থা নানা টালবাহানা করে স্কুটারটিকে সারায়নি। ওই ব্যক্তি সুবিচার চেয়ে ক্রেতা সুরক্ষা দফতর ও সরকারের কাছে চিঠি করেন।

ওই ব্যক্তি এরপর ওই সংস্থার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসাবে এক অভিনব রাস্তা বেছে নেন। তিনি তাঁর সদ্য কিনে খারাপ হয়ে পড়ে থাকা স্কুটারটিকে একটি গাধার সঙ্গে বেঁধে গোটা শহর ওই গাধা দিয়ে স্কুটারটিকে ঘোরান। তাঁর কথা জানান সকলকে।

Share
Published by
News Desk