National

রিক্সায় কুলার চাপিয়ে বরযাত্রীদের নিয়ে বিয়ে করতে গেলেন বর

গরম মাথায় চড়ে নাচছে। তার মধ্যেই বিয়ে। তাই বরযাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য একটি কুলার চালিয়ে বিয়ে করতে গেলেন বর।

Published by
News Desk

আগুন ঢালছে সূর্য। গরমে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বেলা বাড়লে রাস্তায় টেকা যাচ্ছেনা। এসি অথবা নিদেনপক্ষে ফ্যানের তলায় ছাড়া দমবন্ধ হওয়ার জোগাড় হচ্ছে।

এদিকে এই সময় অনেকগুলি বিয়ের দিন থাকে। বিয়ে তো পঞ্জিকা মেনে বিয়ের দিন দেখেই হয়। লগ্নও সেভাবেই স্থির হয়। গরমের জন্য তো আর বিয়ে আটকে থাকবে না! তাই বর বিয়ে করতে বার হয়েছিলেন বরযাত্রীদের সঙ্গে করে।

কিন্তু এই প্রবল গরমে বরযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য একটি রিক্সায় তুলেছিলেন একটি কুলার মেশিন। বরযাত্রীরা নাচতে নাচতে যাচ্ছিলেন বরের সঙ্গে। চলছিল ডিজে।

আর সেই নাচের জন্য বরযাত্রীরা বেছে নিয়েছিলেন ওই রিক্সার সামনেটা। যেখানে ৪২ ডিগ্রি গরমেও তাঁদের নাচতে অসুবিধা হচ্ছিল না কুলারের কৃপায়।

এমন এক বিয়ের শোভাযাত্রা দেখে তো থ পথচলতি মানুষ। এ ধারনা তাঁদের ছিলনা। অনেকেই তাই থমকে দাঁড়িয়ে পড়েন রাস্তায়।

বর চলেছে বিয়ে করতে। তাঁর সামনে বরযাত্রীরা নাচছেন। আনন্দ করছেন। পিচগলা গরমেও তাঁদের কিন্তু কষ্ট হচ্ছেনা। কেননা কনের বাড়ি পর্যন্ত পৌঁছনোর যাত্রাপথেও তাঁদের গরম বোধ হচ্ছিল না রিক্সায় করে নিয়ে যাওয়া কুলারের জন্য। যে কুলার চলছিল জেনারেটরে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের তিকমগড় জেলায়। তিকমগড়ে এখন প্রতিদিন ৪২ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে। মানুষ প্রবল গরমে টিকতে পারছেন না। সেখানে এমন কুলার নিয়ে বিয়ে করতে যাওয়ার কথা এখন লোকের মুখে মুখে ঘুরছে।

Share
Published by
News Desk