National

বাজেয়াপ্ত প্লাস্টিক ব্যবহার করে তৈরি হচ্ছে প্লাস্টিক রাস্তা

এও এক বড়সড় উদ্ভাবন। এবার প্লাস্টিক রাস্তার ওপর দিয়ে ছুটে যাবে গাড়ি। হাঁটবেন মানুষজন। তাও আবার তৈরি হচ্ছে বাজেয়াপ্ত প্লাস্টিক দিয়ে।

Published by
News Desk

রাস্তা তৈরিতেও এবার পরিবেশের কথা মাথায় রাখা হচ্ছে। পরিবেশ বান্ধব রাস্তা তৈরি হচ্ছে। যেখানে এবার শুরু হচ্ছে প্লাস্টিকের ব্যবহার।

ভারতেই এই রাস্তা তৈরি হচ্ছে। যে প্রযুক্তি উদ্ভাবন করেছেন এক ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক আর বাসুদেবন। পুদুচেরিতে ২০০ মিটার একটি রাস্তা তৈরি হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্যাকেট দিয়ে।

এসব প্যাকেট পুলিশ হানা দিয়ে বাজেয়াপ্ত করেছিল। তেমনই বাজেয়াপ্ত হওয়া ৫০০ কেজি প্যাকেট কাজে লাগবে এই রাস্তা তৈরিতে।

প্যাকেটগুলিকে প্রথমে আড়াই বর্গ সেন্টিমিটারে কেটে নেওয়া হবে। তারপর সেই টুকরোগুলো কাজে লাগানো হবে রাস্তা তৈরির সময়।

এভাবে প্লাস্টিকের ব্যবহারে একদিকে যেমন প্লাস্টিক দূষণ কমবে, তেমনই কমবে রাস্তা তৈরি করতে বিটুমিনের ব্যবহার। প্লাস্টিক রাস্তা তৈরিতে ব্যবহার হলে ১০ শতাংশ বিটুমিন ব্যবহারের খরচ বাঁচবে। যার হাত ধরে রাস্তা তৈরির খরচও কমে যাবে।

যা স্থির হয়েছে এই ২০০ মিটারের প্লাস্টিক রাস্তা যদি সফল হয় তাহলে আগামী দিনে পুদুচেরিতে দূষণ রোধে এই পন্থাই ব্যবহার করা হবে রাস্তা তৈরির ক্ষেত্রে।

পুদুচেরিতে প্রতিদিন ২৫ টনের মত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া যায়। যার একটা অংশ যদি রাস্তা তৈরিতে কাজে লাগানো যায় তাহলে প্লাস্টিক দূষণে অনেকটাই লাগাম দেওয়া সম্ভব হবে। আর অন্যদিকে একটা প্রয়োজনও মিটবে।

এই পরিবেশ বান্ধব রাস্তা যদি পুদুচেরিতে সাফল্য পায় তাহলে তা যে অচিরেই ভারতের অন্য অংশেও ব্যবহার করা শুরু হয়ে যাবে তা বলাই বাহুল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk