National

বিদেশি মেঘের প্রভাবে নামল পারদ

পারদ তরতর করে চড়ছিল। তাপপ্রবাহও চলছিল। মানুষ কার্যত নাজেহাল হয়ে পড়েছিলেন গরমে। তার থেকে মুক্তি মিলল। সাময়িক মুক্তি হলেও এটা স্বস্তি দিয়েছে।

Published by
News Desk

প্রবল গরম, তাপপ্রবাহে হিমসিম খাচ্ছে উত্তর পশ্চিম ভারত। দিল্লিতেও পারদ ৪০ ডিগ্রির ওপরই ঘোরাফেরা করছিল। তাপপ্রবাহ চলছিল। তার থেকে অবশেষে মুক্তি মিলল।

বুধবার দিল্লি সহ আশপাশের এলাকার পারদ নেমেছে। ৪০ ডিগ্রি থেকে নেমেছে পারদ। যার হাত ধরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী।

আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২-৩ দিন পারদ নিচেই থাকবে। তবে তারপর ফের পারদ চড়তে শুরু করবে। তখন ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত ফের বেড়ে যাবে পারদ।

দিল্লিবাসী অবশ্য সেসব এখন আর ভাবতে রাজি নন। এখন তো তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলেছে। এতেই খুশি তাঁরা।

কেন এমন পতন? আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লি বলেই নয়, সার্বিকভাবেই পারদ পতন হয়েছে এবং হবে। আগামী ২-৩ দিনে গরম তুলনামূলকভাবে কমবে। তারপর আবার বাড়বে।

এজন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবকেই সামনে আনছেন বিশেষজ্ঞেরা। তাঁরা জানাচ্ছেন, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে ভারতে। যার হাত ধরে পশ্চিম হিমালয়ে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হবে প্রায় ১৬ এপ্রিল পর্যন্ত। এই বৃষ্টির সম্ভাবনা, মেঘের আনাগোনাই পারদ নামাতে সাহায্য করেছে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবার শীতকালে মাঝেমাঝেই আকাশে মেঘ ছেয়েছে। বৃষ্টি হয়েছে। শীত বারবার ধাক্কা খেয়েছে। তাতে অবশ্য মন খারাপ ছিল ভারতবাসীর। এখন গরমে আবার এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ পতনকে তাঁরা মনে মনে স্বাগত জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk